আগরতলায় শরণার্থী শিবিরের ১১ নাবালিকাক উদ্ধার

বিক্রম কর্মকার, ত্রিপুরা: কাঞ্চনপুর ব্রু রিয়াং শরণার্থী শিবিরের ১১ নাবালিকাকে উদ্ধার করাহল আগরতলা চন্দ্রপুর আইএসবিটি মোটরস্ট্যান্ড থেকে। এই ঘটনায় পুলিশের জালে ধরা পড়েছে পিয়াং লিয়ানা রিয়াং নামে এক ব্যক্তি।
জানা গিয়েছে, কাজের সন্ধানে আগরতলায় এসে পুলিশ ও চাইল্ড লাইনের কর্মীদের হাতে ধরা পড়েছে ১১ জন নাবালিকা মেয়ে। তারা সকলেই কাঞ্চনপুর ব্রু রিয়াং শরণার্থী শিবিরের বাসিন্দা। পিয়াং লিয়ানা রিয়াং নামে এক ব্যক্তি তাদের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আগরতলায় এনেছিলেন। পুলিশ তাকে আটক করেছে। ইতিমধ্যে তিন নাবালিকাকে কাজের জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাদের মধ্যে দু’জনকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

চাইল্ড লাইনের কাউন্সিলর অলিভিয়া নাহা বলেন, ‘আগরতলা চন্দ্রপুর আইএসবিটি মোটরস্ট্যান্ড থেকে কয়েক জন নাবালিকাকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেন। আমরা বিষয়টি আগরতলা পূর্ব থানার পুলিশকে জানাই। সেই খবরের ভিত্তিতে পুলিশ আগরতলা চন্দ্রপুর আইএসবিটি মোটরস্ট্যান্ডে গিয়ে ১১ নাবালিকাকে উদ্ধার করা হয়েছে।’ তাদের এখন আশ্রয় কেন্দ্রে রাখা হবে বলে জানান চাইল্ড লাইনের কাউন্সিলর অলিভিয়া নাহা। একই সঙ্গে তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে বলেও তিনি জানান। ওই নাবালিকাদের পাশাপাশি যে ব্যক্তি তাদের নিয়ে এসেছিলেন তাঁকেও জেরা করছে পুলিশ।

Google news