সাবধান! কলকাতায় করোনায় আক্রান্ত ১ বছর ৯ মাসের শিশু

খবর এইসময়,নিউজ ডেস্কঃ সর্দির সমস্যা নিয়ে শিশুটিকে ভর্তি করা হয়েছিল নার্সিংহোমে। বাড়িতে আর কারও এই ধরনের উপসর্গ না থাকায় বাড়ির বাকি লোকজনেদের মনে অন্তত করোনা সংক্রমণের ভয়টা পুরটা না জন্মালেও আংশিক কিন্তু কিন্তু ভাবটা ছিল। তবে শনিবার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় শিশুটির পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নদিয়া জেলার তেহট্টের পর পশ্চিমবঙ্গে ফের করোনা সংক্রমণ মিলল এক শিশুর দেহে। এবার আক্রান্ত কলকাতার ইএম বাইপাস লাগোয়া উত্তর পঞ্চান্ন গ্রামের ২১ মাসের একটি শিশু। তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউ টাউনে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে গোটা পরিবারকে।

সর্দির সমস্যা নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল শিশুটিকে। সেখানে তার করোনা সংক্রমণের সন্দেহ করেন চিকিৎসকরা। নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। শনিবার সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

এর পর পরিবারের ১৪ জনকে নিউ টাউনের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়েছে প্রশাসন। সঙ্গে শিশুটি কোথা থেকে সংক্রমিত হল তা খুঁজে বের করার চেষ্টা চলছে।পরিবার সূত্রে জানা গিয়েছে, শিশুটির পরিবারের কারও করোনা সংক্রমণের কোনও লক্ষণ নেই। তবে তার বাবা গত ২৮ মার্চ ঝাড়খণ্ডে গিয়েছিলেন। সেখান থেকে সংক্রমণ ছড়িয়েছে কি না জানার চেষ্টা করছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

উল্লেখ্য, গত ২৮ মার্চ নদিয়ার তেহট্টে একই পরিবারের ৫ জনের দেহে করোনা ধরা পড়ে। তাদের মধ্যে ছিলেন ২ মহিলা ও ৩ শিশু। এর মধ্যে ৯ মাস ও ৬ বছরের ২টি শিশু ছিল। তার পর ফের পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হল শিশু।

Exit mobile version