পুলিশের বিরুদ্ধে ত্রাণের ত্রিপল কেড়ে নেওয়ার অভিযোগ বাগদার বিজেপি বিধায়কের

 

প্রীতি সাহা, বনগাঁঃ সুপার সাইক্লোন আম্ফানে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে ফের বাধা আরও এক বিজেপির জনপ্রতিনিধিকে। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বা হুগলির সংসদ লকেট চট্টোপাধ্যায়ের পর এবার রাজ্য প্রশাসনের বাধার মুখে পড়লেন  বিজেপি বিধায়ক দুলাল বর। আমফানের তান্ডবে লন্ডভন্ড হয়ে যাওয়া উত্তর ২৪ পরগনার বাগদার বাসিন্দাদের পাশে দাঁড়াতে ত্রিপল নিয়ে যাওয়ার পথে দুলাল বরকে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপি বিধায়কের অভিযোগ অসহায় মানুষের পাশে দাঁড়াতে যাবার সময় তাকে প্রশাসনের তরফে আটকানো হয়। যদিও পুলিশ সূত্রের খবর, গাড়িতে করে ত্রিপল নিয়ে যাচ্ছিলেন বিজেপি বিধায়ক। কিন্তু, উপযুক্ত কাগজপত্র বা চালান তিনি দেখাতে পারেননি। যদিও এই অভিযোগ নস্যাৎ করেছেন বিজেপি বিধায়ক।


দুলাল বরকে মছলন্দপুরে আটকায় গোবরডাঙ্গা থানার পুলিশ। এরপর মসলন্দপুর পুলিশ ফাঁড়িতে বিজেপি বিধায়ককে দীর্ঘক্ষন বসিয়ে রাখা হয়। পরে অবশ্য গাড়ি থেকে ত্রিপল নিয়ে যাবার চালান দেখাতে না পাড়ায় ত্রিপল আটকে দেয় ।গাড়ির নথিপত্র দেখাতে পাড়ায় ছেড়ে দেয় গোবরডাঙ্গা থানার পুলিশ।

রাজ্য বিজেপির এসিএসটি ওবিসি সেলের সভাপতি দুলাল বর বলেন ,বাগদার মানুষদের জন্য কয়েকটি তাবু ভিক্ষা করে নিয়ে যাচ্ছিলাম সেগুলো নিয়ে নিল পুলিশ।

Exit mobile version