ফানুস ওড়াতে গিয়ে দুর্ঘটনায় দৃষ্টিশক্তি খোয়াতে বসেছে এক ব্যক্তি

সমীর সাহা, নদিয়াঃ লক্ষ্মীপূজো,কালীপূজার সময় বেশ কয়েক বছর ধরেই ফানুসের চাহিদা বেড়েই চলেছে। সেই ফানুস ওড়াতে গিয়ে দুর্ঘটনার জেরে দৃষ্টিশক্তি হারাতে বসেছে নবদ্বীপ বাবলারির কাঁসা পিতল ব্যবসায়ী প্রশান্ত কুন্ডু। লক্ষ্মীপূজোর রাতে নবদ্বীপ বাবলারি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা প্রশান্ত বাড়ির ছাদে ফানুস ওড়াচ্ছিলেন। প্রশান্তবাবু জানান জ্বলন্ত কর্পূরের পাত্রটি ফানুস থেকে খুলে তার ডান চোখের ওপর পড়ে। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি শঙ্কর নেত্রালয়ে চিকিৎসাধীন। তার ডান চোখের কর্নিয়া পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। তিনি জানান ওই চোখ দিয়ে তিনি এখন দেখতে পাচ্ছেন না। বিশেষ কাগজে তৈরি গোলাকার আকৃতির ওই ফানুস দেখতে একটি ঠোঙার মত নিচের অংশে তারের সঙ্গে বাধা থাকে কর্পূরের ছোট পাত্রটি। ফানুস ওড়াবার সময় সেটি খুলে ওপর দিকে উঁচু করে ধরে রাখতে হয়। নীচে তারের ওপর বসানো ওই কর্পূরে আগুন দিতে হয়। এরপর ফানুসটি ওপরের দিকে উঠতে থাকে। সেই ফানুসের জ্বলন্ত কর্পূর খসে পড়েই আহত হন তিনি। তবে এই ঘটনার পর থেকেই ভেঙে পড়েছেন প্রশান্তের বাড়ির লোকজন।

Exit mobile version