মণীশ খুন কাণ্ডে সিআইডির জালে টিটাগড়ের এক ব্যবসায়ী সহ এক শার্প শ্যুটার

খবরএইসময়, বারাকপুরঃ     রবিবার টিটাগড় শ্যুটআউট কাণ্ডে স্থানীয় এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি কর্তারা। পুলিশ সূত্রে খবর, সেই সঙ্গে জেরা করা হয়েছে এক শার্প শ্যুটারকেও। যদিও এই বিষয় রাজ্য পুলিশের তরফ থেকে কিছুই জানানো হয়নি। তবে, মঙ্গলবার সবিস্তারে জানাতে পারে রাজ্য পুলিশ।

উল্লেখ্য, রবিবার রাত ৮ টা নাগাদ টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ঝাঁঝরা করে দেয় আততায়ীরা। যার জেরে মারা যান মণীশ। ওই খুনের ঘটনার পরই বিজেপি অভিযোগ করে, তৃণমূল আশ্রিত গুণ্ডারাই এর নেপথ্যে রয়েছে। সেই সঙ্গে রয়েছে পুলিশি মদত। নইলে থানার ঢিল ছোড়া দূরতে এমন ভাবে খুন হতে পারে না।

Exit mobile version