22 C
New York
Thursday, December 5, 2024
Homeঅর্থনীতিঅপহরণ করে জ্যান্ত পুড়িয়ে হত্যা নৌসেনার নাবিককে

অপহরণ করে জ্যান্ত পুড়িয়ে হত্যা নৌসেনার নাবিককে

Published on

নিউজ ডেস্ক: অপহরণ করে ১০ লক্ষ টাকা মুক্তি চেয়েছিল দুষ্কৃতীরা। কিন্তু তা পাওয়ার আশা ক্ষীণ মনে করে পালঘরের জঙ্গলে নিয়ে গিয়ে অপহৃত নাবিকের গায়ে আগুন ধরিয়ে দেয় তারা। বর্বরোচিত এই ঘটনায় মৃত্যু হয়েছে বছর ২৬-এর তরুণ নাবিক সুরজ কুমার দুবের।

বিবৃতি জারি করে নৌসেনা জানিয়েছে — আইএনএস অগ্রণীর ওই নাবিক ইউনিট থেকে ছুটি নিয়েছিলেন। ছুটিতে থাকাকালীনই পালঘরে ৯০ শতাংশ দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। নৌসেনার হাসপাতাল আইএনএইচএস অশ্বিনীতে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। পালঘরের পুলিশ তদন্তে নেমেছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
তামিলনাড়ুর অগ্রণী ট্রেনিং ইনস্টিটিউটে পোস্টিং ছিল সুরজের। গত ৩০ জানুয়ারি চেন্নাই বিমানবন্দরের বাইরে থেকে অপহরণ করা হয় তাঁকে। ছুটিতে রাঁচিতে বাড়ির লোকের সঙ্গে দেখা করে ফিরছিলেন ওই তরুণ। ওই দিন সকাল ৯টায় চেন্নাই পৌঁছন সুরজ।

পুলিশ জানিয়েছে, তিনি বিমানবন্দর থেকে বেরোনো মাত্র তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে জোর করে একটা এসইউভি-তে তোলে। এদের এক জনের হাতে বন্দুক ছিল। সুরজের কাছ থেকে মোবাইলটি কেড়ে নেওয়া হয়। মুক্তিপণ হিসাবে দাবি করা হয় ১০ লক্ষ টাকা। তিন দিন তাঁকে চেন্নাইতেই রাখা হয়। তারপরে মুক্তিপণ মিলবে না মনে করে দেড় হাজার কিলোমিটার দূরে পালঘরের ঘোলওয়াড় এলাকার জঙ্গলে নিয়ে গিয়ে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে।
গ্রামবাসীরা দগ্ধ অবস্থায় সুরজকে দেখেন। তাঁরাই খবর দেন পুলিশে। প্রথমে ওই তরুণকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় মুম্বইয়ে নৌসেনার হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।
এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বিরোধী বিধায়ক, বিজেপির রাম কদমের টুইট — পালঘরে আমাদের সশস্ত্র বাহিনীর মানুষরা নিরাপদ নন। এমনকী সাধুরাও নিরাপদ নন। গত এপ্রিলে দু’জন সাধু ও তাঁদের চালকের উপর হামলার প্রসঙ্গে ওই কথা লেখেন কদম। ফের সিবিআই তদন্তের দাবি জানান তিনি। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের অফিস এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে ট্যাগ করে ‘কবে বিচার মিলবে’ সে প্রশ্নও তুলেছেন বিধায়ক।

Latest articles

Pushpa 2 Leaked Online: রিলিজ হতেই অনলাইনে ফাঁস আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’, মোবাইলেই দেখা যাচ্ছে ৩ ঘন্টার মুভি

আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানার বহু প্রতীক্ষিত ‘Pushpa 2: The Rule’ মুক্তি পেয়েছে আজ...

Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ? ভারত ও পাকিস্তান বোর্ডের সঙ্গে বসবেন চেয়ারম্যান জয়

চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) আয়োজন নিয়ে সিদ্ধান্ত বেশ কিছুদিন ধরেই ঝহুলে রয়েছে। ভারত সরকারের...

Rashid Khan: আফগান মেয়েদের হয়ে আওয়াজ তুললেন রশিদ খান, তালিবান সরকারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

আফগানিস্তানের স্পিনার রশিদ খান (Rashid Khan) এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্পিনার। ক্রিকেট খেলা...

Delhi Metro: দিল্লি মেট্রোর কেবল চুরি, DMRC ভবিষ্যতের জন্য নিরাপদ নয়, মত যাত্রীদের

দিল্লি মেট্রোর (Delhi Metro) ব্লু লাইনের যাত্রীরা আজ অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। আজ সকালে...

More like this

Elon Musk: ৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ইলন মাস্ক

ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বিশ্বজুড়ে শোনা যাচ্ছে ইলন মাস্কের (Elon Musk) ডঙ্কা। ৫ নভেম্বর...

Adani Group Stocks: গৌতম আদানির নামে গ্রেফতারি পরোয়ানা জারি হতেই শেয়ারে বড়সড় পতন

আগের সেশনে তীব্র পতনের পর, বৃহস্পতিবারের সেশনটি ইতিবাচকভাবে শুরু হয়েছিল ভারতীয় শেয়ার বাজার। সেশনের...

Anil Ambani: অনিল আম্বানির বড় বাজি, রিলায়েন্স গ্রুপের ফিরে আসবে ভালো দিন! গ্রুপ শেয়ারগুলিতে বড় লাভের সম্ভাবনা

স্টক এক্সচেঞ্জে অনিল আম্বানির (Anil Ambani) রিলায়েন্স গ্রুপের তালিকাভুক্ত কোম্পানি রিলায়েন্স পাওয়ার এবং রিলায়েন্স...