Viral Video: অভিনেতাকে নিজের গামছায় জড়িয়ে নিয়েছেন কাজল রাঘবনি! ভাইরাল ভিডিওটি বাড়িতে বসে একা দেখুন

 খবরএইসময় ডেস্ক:  সবথেকে জনপ্রিয় কয়েকটি ভারতীয় সংগীতের মধ্যে ইদানীং ভোজপুরি গানও  একটি বিশেষ জায়গা করে নিয়েছে।যে কোন অনুষ্ঠানেই আজকাল ভোজপুরি গান বাজনা শোনা যায়। সবথেকে বড় কথা যে কোন পার্টিতে এই ধরনের গান একেবারে মাস্ট। অনেক অনুষ্ঠানে আমরা ভোজপুরি গান শুনে থাকি এবং অনেকেই এই ভোজপুরি গানের সঙ্গে নাচ করে মঞ্চ মাতিয়ে দেন। ভোজপুরি অনেক তারকা এমন রয়েছেন যারা বলিউড তারকাদের থেকেও অনেক বেশি জনপ্রিয়। এদের মধ্যে যেমন আছেন নিরাহুয়া, তেমনি রয়েছেন খেসারি লাল যাদব এবং রবি কিসান এর মতো তারকারা।

পাশাপাশি, অভিনেত্রীদের দিক থেকেও অনেকেই ভোজপুরি ইন্ডাস্ট্রি থেকে নিজেদের একটা আলাদা রকমের জনপ্রিয়তা তৈরি করে ফেলেছেন। এই তালিকায় আমরা অবশ্যই পেয়েছি বাঙালি কন্যা মোনালিসাকে। তার পাশাপাশি মস্তরাম অভিনেত্রী রানি চ্যাটার্জি, অভিনেত্রী আম্রপালি দুবে। তবে তাদের সাথেই আরো একজনের নাম করতে হয় যিনি হলেন কাজল রাগবানি। তিনিও ভোজপুরি জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হয়ে উঠেছেন সম্প্রতি। যেকোনো ভোজপুরী গানে তার নাচের ভঙ্গিমা এবং তার অভিনয় দক্ষতা সকলকে মুগ্ধ করেছে।

এই মুহূর্তে অভিনেত্রী কাজল রাগবানির একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই ভিডিওতে তাকে দেখা যাচ্ছে ভোজপুরি জগতের অন্যতম অভিনেতা যশ কুমারের সঙ্গে অভিনয় করতে। তাদের দুজনের রোমান্সের এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ইউটিউবে কয়েক মিলিয়ন ভিউ নিয়েছে এই ভিডিওটি। এই ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রী কাজল অত্যন্ত বোল্ড দৃশ্যে নিজেকে মেলে ধরেছেন।

 

Exit mobile version