মেদিনীপুর মেডিক্যাল কলেজের পর এবার আরজিকর মেডিক্যাল কলেজ (RG Kar) হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ উঠল। রেডিওথেরাপি বিভাগের এক জুনিয়র চিকিৎসকের RG Kar) বিরুদ্ধে ক্যান্সার আক্রান্ত লিভারের সমস্যায় ভোগা এক রোগীকে প্যারাসিটামল দেওয়ার অভিযোগ উঠেছে। জুনিয়র চিকিৎসকের (RG Kar) প্রেসক্রিবশন নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে।
সূত্রের খবর, তেজ নারায়ণ গুপ্ত নামে এক রোগী সম্প্রতি লিভারের সমস্যা নিয়ে আরজিকর হাসপাতালে ভর্তি হন। অভিযোগ, এক জুনিয়র চিকিৎসক তাঁকে সাত দিনের জন্য প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দেন। বিশেষজ্ঞদের মতে, লিভার ক্ষতিগ্রস্ত হলে প্যারাসিটামল সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এটি লিভারের মেটাবলিজমে প্রভাব ফেলে এবং টক্সিসিটি বাড়িয়ে দেয়। তা সত্ত্বেও কীভাবে এই ওষুধ প্রেসক্রাইব করা হল, তা নিয়ে উঠছে প্রশ্ন।
রোগী নিজেই অভিযোগ করেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি ওষুধ গ্রহণ করেছেন এবং এখন তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, “ডাক্তারের কথা মেনে চলেছি, এখন যদি কিছু হয়ে যায়, তাহলে আমার আর কিছু করার নেই।” ঘটনার পর হাসপাতালের একাংশ জুনিয়র চিকিৎসক বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইমেল করেন। তাঁদের দাবি, মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনার মতোই দ্রুত তদন্ত হওয়া উচিত।
এ বিষয়ে একাধিক জুনিয়র চিকিৎসক তাঁদের মতামত দিয়েছেন। চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, “লিভার ড্যামেজের ক্ষেত্রে প্যারাসিটামল নিষিদ্ধ, এটি টক্সিসিটি বাড়িয়ে দেয়। তাই কেন এই ওষুধ দেওয়া হল, তা অবশ্যই তদন্ত করা দরকার।” অন্যদিকে, চিকিৎসক কিঞ্জল নন্দ জানান, “মেদিনীপুরের ঘটনার পরও একই ভুল কেন হচ্ছে? কর্তৃপক্ষের উচিত এই ধরনের গাফিলতির সঠিক পর্যালোচনা করা।”