মুখ ও পা বাঁধা অবস্থায় একটি অ্যালসেসিয়ান কুকুর উদ্ধার গড়বেতায়

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর:  প্রায়ই খবরে প্রকাশ পায় বিভিন্ন জেলায় বণ্যপ্রাণ রক্ষা করছে গ্রামবাসীরা৷ ঠিক তখনই অন্য ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়৷

মুখ ও পা বাঁধা অবস্থায় একটি এলস্যেসিয়ান কুকুর উদ্ধার হল গড়বেতাতে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে রাতের অন্ধকারে কেউ বা কারা একটি প্রাপ্তবয়স্ক এলস্যেসিয়ান কুকুরের মুখ ও চারটি পা দড়ি দিয়ে বেঁধে গড়বেতার নলপা গ্রামের মাঠে ফেলে রেখে চলে যায়। এদিন সকালে জমির মালিক দীলিপ মন্ডল মাঠে গেলে দেখেন কুকুরটি বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি গ্রামবাসীদের জানান। গ্রামবাসীরা কুকুরটির মালিকের খোঁজ করার চেষ্টা করে কিন্তু না পেয়ে প্রথমে গড়বেতা থানায় ও পরে বনদপ্তরে জানান।

খবর পেয়ে ময়রাকাটা রেঞ্জের অন্তর্গত ধবাবেড়িয়া বীটের বনকর্মীরা কুকুরটি কে উদ্ধার করে নিয়ে যায়। কুকুর খুবই প্রভু ভক্ত হয়৷ তাই খুব সহজে এরা কাছের হয়ে ওঠে ফলে অনেকেই বাড়িতে কুকুর পোষ্য হিসেবে রাখেন। এদিকে গড়বেতায় এই ধরণের ঘটনায় মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয়রা৷ বিভিন্ন পশুপ্রেমী এই ঘটনার তীব্র নিন্দা করেছেন৷

Exit mobile version