Amit Shah: আরজি কর আবহে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিজেপি! দীপাবলির আগে কলকাতায় আসতে চলেছে অমিত শাহ

আরজি কর আবহে উত্তাল রাজ্য। প্রতিদিন কোনও না কোনও কর্মসূচি শহরে থাকছে।  এই পরিস্থিতিতে দীপাবলির আগেই রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ (Amit Shah)। সব কিছু ঠিক থাকলে তিনি (Amit shah) ২৪ অক্টোবর রাজ্যে আসবেন। রাজ্যের কোর কমিটি নিয়ে বৈঠকে (Amit shah) বসবেন। অন্যদিকে, দুর্গাপুজোর অষ্টমীর দিন রাজ্যে এসেছিলেন জেপি নাড্ডা। তিনি বেলুড় মঠে গিয়েছিলেন। পাশাপাশি তিনি বিজেপি কাউন্সিলর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতে যান।

 

কিছুদিন আগেই দলের কেন্দ্রীয় নেতৃত্বের তলব পেয়ে দিল্লি উড়ে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেই সময় দিল্লিতে তাঁরা অমিত শাহ ও জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছিলেন। জানা যায়, সেই সময় আরজি কর কাণ্ডে বিজেপির কর্মসূচি নিয়ে দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর আলোচনা হয়।

এবার অমিত শাহ নিজেই আসছেন রাজ্যে।  ২৪ অক্টোবর তিনি কলকাতায় আসছেন। এদিন তিনি বিজেপির সদস্যতা অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। এছাড়াও দলের সাংসদ, বিধায়ক ও বাছাই করা নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। সল্টলেকের ইজেডসিসিতে এই কর্মসূচি হওয়ার কথা।

মঙ্গলবারই রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। আরজি কর কাণ্ডে বর্তমানে বেশ কিছুটা ব্যাক ফুটে রয়েছে শাসক দল। এই পরিস্থিতিতে প্রচারের কৌশল কী হবে, সেই নিয়েও অমিত শাহের সঙ্গে রাজ্যের নেতাদের আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

শাহের কলকাতা সফরের জন্য বিজেপির অভ্যন্তরে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। রাজ্যের বিজেপির পরবর্তী কর্মসূচি কী হতে পারে, সেই নিয়েও আলোচনা হবে রাজ্য নেতৃত্বের সঙ্গে অমিত শাহের। দলের কোর কমিটির সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেন নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি। অন্যদিকে, আরজি কর কাণ্ডে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোনও মন্তব্য করেননি। তবে মঙ্গলবার পুজো কার্নিভাল বাতিলের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়ক কলেজ স্ট্রীট থেকে ধর্মতলা পর্যন্ত পতাকা ছাড়া মশাল হাতে মিছিলে যোগ দিতে সাধারণ মানুষকে আহ্বান জানান।

Exit mobile version