মাধ্যমিকে প্রথম মেমারির অরিত্র পাল, প্রাপ্ত নম্বর ৬৯৪

নিজস্ব প্রতিনিধি, বর্ধমানঃ  এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর ইনস্টিটিউশন – ইউনিট ১এর অরিত্র পাল। তার প্রাপ্ত নম্বর ৬৯৪। অরিত্র পালের বাবা হরিশচন্দ্র পাল প্রাক্তন সেনাকর্মী। বর্তমানে পানাগরে সিভিল আর্মিতে কর্মরত। মা চন্দনা পাল প্রাইমারি স্কুলের শিক্ষিকা। অরিত্র জানিয়েছে, সে আশা করেছিল প্রথম দশের মধ্যে স্থান করে নেবে। তবে একেবারে প্রথম হয়ে যাওয়ায় সে অত্যন্ত খুশী।অরিত্র বিশ্বাস করে কষ্ট করলে সাফল্য আসবেই।তাই কখনও সে সময় বেঁধে পড়াশুনো করেনি।প্রয়োজন অনুযায়ী পড়ার সময় বাড়িয়েছে, কমিয়েছে।একসময় খেলাধুলা করলেও গত তিনবছর সে খেলাধুলা বন্ধ রেখেছে। যদিও মাধ্যমিক পরীক্ষার পর আবার খেলাধুলা শুরু করলেও লকডাউন শুরু হয়ে যাওয়ায় সেটাও বন্ধ হয়ে গেছে। তবে খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ায় অরিত্র যত না মনমরা হয়ে পড়েছে, তার থেকেও স্কুল বন্ধ থাকায় তার কিছুই ভাল লাগছে না।তবে যেহেতু তাঁর হবি ছবি আঁকা, তাই ছবি এঁকে বেশ কিছুটা স্বস্তি পাচ্ছে বলে জানাল অরিত্র।আর হ্যাঁ, সে কোনওদিন স্কুল কামাই করেনি। কেমিস্ট্রি, ম্যাথ তার প্রিয় বিষয় এবং মা চন্দনা পালই যে তার পড়াশুনার বিষয়ে সবকিছু পরামর্শ দিয়ে গেছেন সেটা জানাতে ভুল করেনি অরিত্র।

Exit mobile version