ভারতের বিশ্বকাপ জয়ের বছরে আইসিসির ২০২৪ সালের সেরা টি২০ পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। অন্যদিকে মেয়েদের বিভাগে ২০২৪ সালের সেরা টি–টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডকে প্রথমবার বিশ্বকাপ জেতানো অ্যামিলিয়া কার।
শনিবার (Arshdeep Singh) এক বিবৃতির মাধ্যমে সেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে আইসিসি। যেখানে আর্শদীপ ও অ্যামিলার নাম জানায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
From rising talent to match-winner, Arshdeep Singh excelled in 2024 to win the ICC Men’s T20I Cricketer of the Year award 🌟 pic.twitter.com/iIlckFRBxa
— ICC (@ICC) January 25, 2025
গত বছর বিশ্বকাপে পাওয়ার প্লে ও ডেথ ওভারে দারুণ ছিলেন আর্শদীপ (Arshdeep Singh)। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হওয়া এই বিশ্বকাপে একাই ১৭টি উইকেট সংগ্রহ করেছেন বাঁহাতি এই পেসার। আফগান পেসার ফজলহক ফারুকির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। তাছাড়া ভারতের বিশ্বকাপ জয়ে রেখেছেন কার্যকারী ভূমিকা। ফলে বছর সেরার সম্মানও জিতলেন ২৫ বছর বয়সী আর্শদীপ।
বর্ষসেরা হওয়ার দৌড়ে আর্শদীপ (Arshdeep Singh) পেছনে ফেলেছেন পাকিস্তানের বাবর আজম, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও জিম্বাবোয়ের সিকান্দার রাজা। সংক্ষিপ্ত তালিকায় চার নামের মধ্যে সেরা হয়েছেন ভারতীয় তারকা।
From lighting up the #T20WorldCup to clinching the ICC Women’s T20I Cricketer of the Year award, Melie Kerr made 2024 her own 🌟 pic.twitter.com/uxFuOmamWy
— ICC (@ICC) January 25, 2025
অন্যদিকে মেয়েদের তালিকায় থাকা অ্যামিলিয়ার দারুণ বোলিংয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছে নিউজিল্যান্ড। বিশ্বকাপ জয়ের আসরে একাই ১৫ উইকেট নিয়েছেন অ্যামিলিয়া। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে নিয়েছেন ১৩৫ রান। ব্যাটে-বলে মাতিয়ে ২০২৪ সালের সেরা ক্রিকেটারের সম্মান জিতেছেন এই কিউই তারকা।