স্কুল বাউন্ডারির মধ্যে রয়েছে কল আর সেই কলের জল যাওয়ার জন্য কুয়ো তৈরি করা হয়েছে। এবার সেই কুয়োর ঢাকনা ভেঙে চৌবাচ্চার মধ্যে পড়ে যখম হল পঞ্চম শ্রেণীর ছাত্র | বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ (Bangaon) থানার বনগাঁ ঘোষ ইনস্টিটিউশনে | খবর পেয়ে দমকল কর্মীরা ছাত্রকে উদ্ধার করে | খবর পেয়ে ছুটে যায় বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ | ছাত্রটিকে উদ্ধার করে গোপাল বাবুর গাড়িতে করেই বনগাঁ মহকুমা হাসপাতালে আনা হয় |
আহত ওই ছাত্রের নাম অংশুমান বিশ্বাস পঞ্চম শ্রেণীর ছাত্র | ছাত্রের মাথায় আঘাত লেগেছে |
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে স্কুলের টিফিনের সময় পড়ুয়ারা ক্রিকেট খেলছিল | ঢাকনার উপরে বল আনতে গিয়েছিল ওই ছাত্র। সে সময় ঢাকনার উপর লাফালাফি করাতে সেটি ভেঙে ছাত্রটি চৌবাচ্চার মধ্যে পড়ে যায় | প্রধান শিক্ষক মনোতোষনাথ বলেন,কুয়োর ঢাকনাটা অনেক পুরনো তার ওপর হয়তো বল আনতে গিয়ে লাফ দিতে হয়েছে সেখানেই বিপত্তি ঘটেছে। মাথায় একটু চোট পেয়েছে। সাথসাথে আমরা ফায়ার ব্রিগেডে খবর দিই। তাঁরা ছাত্রটিকে উদ্ধার করতেই আমরা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাই। এখন ভাল আছে।
এ বিষয়ে বনগাঁর চেয়ারম্যান গোপাল শেঠ বলেন এটি পৌরসভার একতিয়ারে না থাকলেও আমরা আগামীকাল নতুন ঢাকনা লাগিয়ে চৌবাচ্চাটি মেরামত করে দেবো |