ভারত-বাংলাদেশ সীমান্তে (Bangladesh border) বিএসএফ-কে কাঁটাতার নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিরুদ্ধে। সম্প্রতি জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের শিবরামপুর এলাকায় ভারতীয় ভূখণ্ডে (Bangladesh border) রাস্তা নির্মাণেও বাধা দেয় বিজিবি। বালুরঘাটের শিবরামপুরে কিছু অংশে উন্মুক্ত সীমান্ত (Bangladesh border) রয়েছে। সেখানেই বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে গেলে বিজিবি (Bangladesh border) বাধা দেয়।
বালুরঘাটের শিবরামপুরে কিছু অংশে উন্মুক্ত সীমান্ত রয়েছে এবং পাশের ভারতীয় গ্রামেও কাঁটাতার নেই। এই পরিস্থিতিতে বিএসএফ কাঁটাতার বসানোর উদ্যোগ নেয়, কিন্তু সেই কাজ শুরু হতেই বিজিবি বাধা প্রদান করে। এর পাশাপাশি রাস্তা নির্মাণের কাজেও তাদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে এবং বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাসসহ বিশাল পুলিশ বাহিনী শনিবার সকালে ওই এলাকা পরিদর্শন করেছেন। জানা গিয়েছে, আগামী ২০ তারিখ শিবরামপুরে বিএসএফ ও বিজিবির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে এই বিবাদ মেটানোর জন্য।
এছাড়াও, কুমারগঞ্জের দাউদপুর এলাকাতেও কাঁটাতার নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মালদা বৈষ্ণবনগরের সুকদেবপুর সীমান্তে কাঁটাতার বসানোর তোড়জোড়ের সময় বিজিবি গুলি করার হুমকি দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এদিকে, মহদিপুর বর্ডার আউট পোস্টে বিএসএফ এবং বিজিবির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে। বিএসএফের তরফে একটি রিপোর্টে দাবি করা হয়, সেই এলাকায় যে অংশটা খোলা আছে, সেটা কাঁটাতার বসানোর তোড়জোড় শুরু করা হয়। কিন্তু কাঁটাতারের বেড়া বসানোর জন্য সেখানে গর্ত খোঁড়ার কাজ শুরু করতেই বিজিবির বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তা নিয়ে তৈরি হয় উত্তেজনা। পরবর্তীতে বুধবার ফের কাজ শুরু করা হয়। কিন্তু তখনও বিজিবির তরফে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে মহদিপুর বর্ডার আউট পোস্টে ভারতের সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের বিজিবির মধ্যে বৈঠক হয়।