ভাষাসৈনিক “কামাল লোহানী ” র প্রতি শ্রদ্ধার্ঘ্য

               

একজন কামাল লোহানী

 

  ফজলুল হক

১৯৩৪
সিরাজগঞ্জের ছোনতলায় জন্ম নেয়া শিশু
হামাগুড়ি, হাঁটি হাঁটি পা’য়ে চলতে চলতে
অনেকটা দূর্গম পথ পাড়ি দিয়ে –
আজকের খ্যাতিময় কামাল লোহানী,
অন্যতম এজন ভাষাসৈনিক, শব্দসৈনিক
উজ্জ্বল উজ্জীবিত তারা সাংস্কৃতিক ভূবণে।
বার্ধক্যজনিত জটিলতার পাশাপাশি
সময়ের মহামারী করোনার থাবা,
কুড়ি জুন কুড়িকুড়ি
একটি অনন্য অধ্যায়ের হল অবসান।
জন্মের সূত্র ধরেই মর্মভেদী মৃত্যু
মনের বিরুদ্ধেই মেনে নেয়া
খুব স্বাভাবিক নিয়ম, কষ্টকে করে লালন,
শুধু বলি –
শুভ হোক পরলোক
প্রার্থনা প্রত্যাশা শুধু তাঁর কাছে।

 

ছবি সংগৃহীত।

Google news