৭ ফেব্রুয়ারি টিকাকরণ শুরু বাংলাদেশে

প্রতীকী ছবি।

নিউজ ডেস্ক: করোনা টিকাকরণের জন্য গত এক সপ্তাহে ৪১ হাজার মানুষ নাম নথিভুক্ত করলেন বাংলাদেশে। আগামী ৭ তারিখ থেকে সেখানে ভ্যাক্সিনেশন শুরু হবে।তার আগে অনলাইন রেজিস্ট্রেশন ক্রমশ জনপ্রিয় হচ্ছে বলে সংবাদমাধ্যমে প্রকাশ। পরিসংখ্যানও সে কথাই বলছে। সোমবার পর্যন্ত যেখানে ৩০ হাজারের আশপাশে নাম নথিভুক্ত হয়েছিল, মঙ্গলবারের মধ্যে তা ১০ হাজারেরও বেশি বেড়েছে।

যদিও বিশেষজ্ঞরা এতে খুশি নন। তাঁরা জানাচ্ছেন, প্রথম মাসে ৬০ লক্ষ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করেছে সরকার।সে তুলনায় নাম নথিভুক্তির সংখ্যাটা নেহাতই কম। আগামী ৫ তারিখের মধ্যে টিকা নিতে আগ্রহীদের নাম নথিভুক্ত করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি ডঃ আহমেদ কৈকৌস।

গত ২৭ ও ২৮ জানুয়ারি পরীক্ষামূলক ভাবে ৫৬৭ জনের উপরে করোনার টিকা প্রয়োগ করা হয়। এঁরা মূলত স্বাস্থ্যকর্মী। সেই সূত্র ধরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘পোলিও, প্লেগের মতো অসুখ টিকাকরণেই দূর করা সম্ভব হয়েছে। কিন্তু তারপরেও কিছু মানুষ করোনার টিকা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রথম দু’দিনে যাঁরা টিকা নিয়েছেন, তাঁদের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। তা ছাড়া সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হলেও কাউকে টিকা নিতে বাধা দেওয়া ঠিক নয়।’

Google news