Bangladeshi Arrest: চার বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল কে গ্রেফতার করল হাঁসখালি থানার পুলিশ

৪ বাংলাদেশী (Bangladeshi Arrest) সহ একজন ভারতীয় দালালকে গ্রেফতার করল নদীয়ার হাঁসখালি থানার পুলিশ। সূত্রে খবর, আজ সকালে হাঁসখালি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, দীর্ঘ কয়েক কয়েক মাস আগে এই বাংলাদেশি নাগরিকরা ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল আজ তারা ইন্দো বাংলাদেশ বর্ডার দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল, এমনটাই ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে পুলিশ।

অবৈধভাবে দালালের মারফৎ তারা বাংলাদেশে ফেরত যেতে চেয়েছিল বলে জানা যায় এবং সে কথা স্বীকারও করেছেন ওই ভারতীয় দালাল। ধৃতদের আজ পুলিশ রিমান্ডে চেয়ে রানাঘাট আদালতে পেশ করে হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃত ওই চার বাংলাদেশীদের নাম জসিম উদ্দিন, বাহারুল, শেখ কুদ্দুস সর্দার এবং  অকলিমা সর্দার।  ধৃতরা বাংলাদেশের ঝিনাইদহ খুলনা হামিদপুর এলাকার বাসিন্দা এবং ধৃত ভারতীয় দালালের নাম রাজীব বিশ্বাস বাড়ি হাঁসখালি থানার বগুলা এলাকায়।

Exit mobile version