নদিয়ার হাঁসখালি এলাকা থেকে গ্রেপ্তার করা হলো এক বাংলাদেশি (Bangladeshi) অনুপ্রবেশকারীকে। ধৃতের (Bangladeshi) নাম মহম্মদ মিরাজ শেখ (২৩)। একইসঙ্গে পুলিশের জালে ধরা পড়েছেন এক ভারতীয় দালাল, আফ্রিদি মণ্ডল। সীমান্ত (Bangladeshi) পেরিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশের ঘটনায় নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।
সূত্রের খবর, মহম্মদ মিরাজ শেখ সোমবার রাতে চোরাপথে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। হাঁসখালি থানা পুলিশের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করলে বৈধ কোনও নথি দেখাতে ব্যর্থ হন তিনি। চাপ দিলে মিরাজ স্বীকার করেন যে তাঁর বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায়। এরপর তাঁকে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আফ্রিদি মণ্ডল নামে এক ভারতীয় দালালকে। আফ্রিদি কীভাবে এবং কতজনকে এপারে নিয়ে এসেছেন, তা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। মিরাজের ভারতে আসার উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে পুলিশ নিশ্চিত হতে চাইছে। নাশকতার পরিকল্পনা, চোরাচালান বা অন্য কোনও চক্রান্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, জাল পাসপোর্ট চক্রে ক্রমেই সতর্ক হয়ে উঠছে ইডি। ইতিমধ্যে ইডি কলকাতা পুলিশের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। সমস্ত রিপোর্ট, নথি খতিয়ে দেখার পরেই ইডি মামলা দায়ের করতে পারে বলে জানা গিয়েছে। অভিযোগ উঠেছে, ভুয়ো নথি ব্যবহার করে জাল পাসপোর্ট তৈরি করার একটি সংঘবদ্ধ চক্র বহুদিন ধরেই সক্রিয়। কলকাতা ও আশেপাশের এলাকাগুলিতে পুলিশি অভিযানে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। শুধু উত্তর ২৪ পরগনাতেই একাধিক গ্রেপ্তারির ঘটনা ঘটেছে। বাংলাদেশে অশান্তির জেরে বেড়েছে অনুপ্রবেশের আশঙ্কা, যার ফলে সীমান্ত এলাকায় বিএসএফ নজরদারি আরও জোরদার করেছে। এই পরিস্থিতিতে পাসপোর্ট জালিয়াতির চক্রের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।
মঙ্গলবার ধৃতদের রানাঘাট আদালতে পেশ করা হয়। পুলিশের তরফে তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। সীমান্ত এলাকায় আরও নজরদারি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ।