বরানগর: শুক্রবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী হয়ে রইল বেলঘড়িয়া এক্সপ্রেস সংলগ্ন বরানগর (Baranagar) সর্বহারা কলোনী। স্থানীয়দের দাবি বেপরোয়া গতির জেরে মৃত্যু হয় বরানগর বসাকবাগান অঞ্চলের বাসিন্দা সায়ন্তন সরকার(Sayantan Sarkar)। স্থানীয় বাসিন্দা আরও জানান এদিন রাত সাড়ে ন’টা নাগাদ এক যুবক দমদম বিমানবন্দর থেকে ডানলপ মুখী বাইকে আসছিল । পাশাপাশি দুই লরির রেষারেষির জেরে ধাক্কা লাগে সায়ন্তনের বাইকে। নিয়ন্ত্রণ হারিয়ে পথের ধারে গার্ডরেলে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু ঘটে তার। পরবর্তী সময় ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। যুবকের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে মৃত যুবকের কাছ থেকে মিলেছে গোলাপের তোড়া।
স্থানীয় গোপাল হালদার বলেন রাতে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে (Belgharia Expressway) একটি শব্দ শুনতে পেলে বিষয়টি প্রথমে গুরুত্ব দিই নি। তবে কিছু পরে এগিয়ে দেখি যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ পরে। যুবকের পাশে দুমড়েমুসড়ে যাওয়া বাইক। ছড়িয়ে ছিটিয়ে রক্তের দাগ। তবে ঘটনার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে পুলিশ। পরে দেহ উদ্ধার করে নিয়ে যায়।
ঘটনায় শোকের চাদরে মুড়েছে বরানগর বসাকবাগান অঞ্চল। পুলিশ সূত্রে খবর দুর্ঘটনার সময় মৃতের মাথায় হেলমেট ছিল না। আজ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহ। ঠিক কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হবে।