বিধাননগরে বছরের শেষেই মেলা বসতে চলেছে (Bangladesh)। যার নাম বিধাননগর মেলা উৎসব ২০২৪-২৫। এই মেলাতে বেশ কিছু বাংলাদেশীদের (Bangladesh) যোগ দেওয়ার কথা ছিল। সেই বিষয়ে বাংলাদেশী (Bangladesh) ব্যবসায়ীরা অগ্রিম টাকাও দিয়েছিলেন। কিন্তু বিধাননগর মেলায় কোনও বাংলাদেশী (Bangladesh) ব্যবসায়ীকে দেখতে পাওয়া যাবে না। উদ্যোক্তাদের তরফে বাংলাদেশী (Bangladesh) ব্যবসায়ীদের স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, তাঁরা এখানের মেলায় যোগ দিতে পারবেন না। তাঁরা যে অগ্রিম টাকা দিয়েছিলেন, তা ফেরত দেওযা হবে।
বিধাননগর মেলায় দোকান দেওয়ার জন্য আগেভাগেই স্টল এবং প্যাভিলিয়ন ‘বুক’ করে রেখেছিলেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কিন্তু বাংলাদেশের অশান্তির রেশ ভারতের বাংলায় এসে পড়েছে। ভারতকে বার বার অপমান করা হচ্ছে। ভারতের পণ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে উদ্যোক্তারা সিদ্ধান্ত নিয়েছেন, বাংলাদেশে কোনও স্টল এই মেলায় থাকবে না। এই বিষয়ে উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বলা হয়েছে, তাঁদের আর মেলার জন্য পশ্চিমবঙ্গে আসার দরকার নেই। তাঁরা স্টল বুকিংয়ের জন্য অগ্রীম টাকা দিয়েছিলেন, তা শীঘ্রই ফেরত দেওয়া হবে।
প্রসঙ্গত, সল্টলেক সেন্ট্রাল পার্কে মঙ্গলবারই এই মেলার উদ্বোধন করা হবে। মেলার উদ্যোক্তা বিধাননগর পুরনিগম। মেলা চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত। এবছর এই মেলায় প্রায় ৫০০টি স্টল থাকবে। মেলায় উদ্যোক্তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘মেলায় যদি বাংলাদেশি ব্যবসায়ীরা উপস্থিত থাকেন, তাহলে তার বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আমরা চাই না, মেলা ঘিরে কোনও অশান্তি ছড়াক। আমরা বাংলাদেশি ব্যবসায়ীদের জমা করা অগ্রিম টাকা ইতিমধ্যেই ফেরত দিতে শুরু করেছি। বাকি যাঁরা রয়েছেন, তাঁরাও যাতে নিজেদের টাকা ফেরত নিয়ে নেন, আমরা তাঁদের সেটা বোঝানোর চেষ্টা করছি। এবং তাঁদের বলেছি, মেলায় আসার কোনও প্রয়োজন নেই।’