Taherpur: “তিনি কলকাতা কর্পোরেশনের প্রথম নাগরিক, যার কথার উত্তর দিতে আমাদের বিবেকে বাধে” বিমান বসু

 

নিজস্ব প্রতিনিধি, নদীয়া:   তিনি কলকাতা কর্পোরেশনের প্রথম নাগরিক, যার কথার উত্তর দিতে আমাদের বিবেকে বাধে। ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিলেন সিপিআইএম নেতা বিমান বসু।

গতকাল রাতে তিনি নদীয়ার তাহেরপুর পৌরসভা বিজয় সম্মেলনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা রাজ্যের মধ্যে একমাত্র তাহেরপুর পৌরসভা বামেরা জয়লাভ করেছে। এদিন তাহেরপুর পৌরসভার কাউন্সিলর সহ একাধিক সক্রিয় কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা বিমান বসু এবং শতরূপ ঘোষ।

সাংবাদিকদের প্রশ্নে বিমান বসু বলেন, রাজ্যে হিংসার রাজনীতি তৈরি করেছে তৃণমূল। তার কারণ, তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দলের ঘটনা সংখ্যার বিচারে অনেক বেশি। এর পাশাপাশি তিনি বলেন , যে পৌরসভা গুলিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা করতে একটি দুটো আসন প্রয়োজন সেখানে পুলিশকে দিয়ে চাপ দেওয়া হচ্ছে তৃণমূলে যোগ দেওয়ার জন্য।

এক্ষেত্রে তিনি পুরুলিয়ার ঘটনা তুলে ধরেন। এর পাশাপাশি ফিরহাদ হাকিম এর বিতর্কিত মন্তব্য উত্তর দিতে গিয়ে বলেন, কলকাতা কর্পোরেশনের প্রথম একজন নাগরিকের কথার জবাব দিতে গেলে বিবেকে বাধে। এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এর পাশাপাশি বিজেপি সাংসদ এর বোমাবাজির ঘটনা নিয়ে রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

Exit mobile version