Birbhum: মায়ের তৈরি গরম ঘুগনির কড়াইয়ে উল্টে প্রাণ গেল দেড় বছরের শিশুর

বীরভূম: রান্না শেষে গরম হাঁড়ি নামিয়ে মা গেছে মশলা আনতে। তার মধ্যেই ঘটে বীভৎস ঘটনা। একরত্তির আর্ত্তনাদের শব্দ শুনে তড়িঘড়ি ছুটে আসেন মা। এসে দেখেন উল্টে রয়েছে ফুটন্ত হাঁড়ি আর তাতেই আর্তনাদের শব্দ দুধের শিশুর। সোমবার মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল বীরভূম (Birbhum) জেলার ধনঞ্জয়পুর এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, সোমবার মা মনুয়ারা বেগম রান্না সেরে গিয়েছিল পাশের ঘরে। সেই সময় উনুন থেকে নামানো গরম হাঁড়ির কাছে এসে পৌঁছায় দেড় বছরের শিশু আকসাম শেখ। ঘরে কান্নার শব্দ শুনে ছুটে আসে মনুয়ারা বেগম। ছেলের মর্মান্তিক পরিণতির দৃশ্য দেখে আর্তনাদ করতে থাকে মনুয়ারা। শব্দ শুনে ছুটে আসে প্রতিবেশী। তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুরারই হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় প্রথমে রামপুরহাট মেডিকেল কলেজ ও পরে বর্ধমান মেডিকেল হাসপাতালে ভর্তি করে চলে চিকিৎসা প্রক্রিয়া। তবে শেষ রক্ষা হল না। দেহের ৯০ শতাংশ পুড়ে যাওয়ায়  শিশুটি শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের চাদরে ঢেকেছে বীরভূমের (Birbhum) ধনঞ্জয়পুর এলাকা। পুলিশ সূত্রে খবর বর্ধমান মেডিকেল মর্গে হবে ময়নাতদন্ত। ময়নাতদন্তের পর পরিবারে হাতে তুলে দেওয়া হবে শিশুর দেহ।

Exit mobile version