হালিশহরে বিজেপি নেতা খুনের প্রতিবাদে বীজপুর থানায় বিক্ষোভ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, বীজপুরঃ  হালিশহর ছয় নম্বর ওয়ার্ডের ডোমপাড়া লেনের বাসিন্দা 43 নম্বর বুথের বিজেপি সভাপতি সৈকত ভাওয়াল শনিবার রাতে গৃহসম্পর্ক অভিযানে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।যদিও এই ঘটনায় বীজপুর থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।তা সত্বেও সারা রাজ্য জুড়ে এভাবে বিজেপি কর্মীদের খুনের ঘটনার প্রতিবাদে বীজপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি কর্মীরা। যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনরকম অশান্তি না ছড়িয়ে পড়ে সেকারণেই থানার সামনে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। যদিও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিজেপি কর্মীদের দাবি সৈকত খুনের ঘটনায় দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে।

Exit mobile version