দেশীয় প্রযুক্তিতে তিনটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ইছাপুর রাইফেলে

প্রণব বিশ্বাস, ইছাপুর: স্বাধীনতা দিবসের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকার “আজাদী কা অমৃত মহোৎসব” উদযাপন করছে । আর এই বছরটি কে বিশেষভাবে স্মরণ রাখতে আজ বৃহস্পতিবার রাইফেল ফ্যাক্টরির তরফে উদ্বোধন করা হলো তিনটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ।

কেন্দ্রীয় সরকারের তরফে প্রতিটি ক্ষেত্রে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে পণ্য উৎপাদনের ওপর জোর দেওয়া হয়েছে। আর সেই ভাবনা মাথায় রেখেই বৃহস্পতিবার ইছাপুর রাইফেল ফ্যাক্টরি তরফে উদ্বোধন করা হলো তিনটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। এদিন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আগ্নেয়াস্ত্র গুলি কে জনসমক্ষে আনা হয়।

এই তিনটি আগ্নেয়াস্ত্র এর মধ্যে রয়েছে ইছাপুর অ্যাসল্ট রাইফেল 7.62 ×51এমএম, ইছাপুর কারবাইন 5.56×45 এমএম এবং 8.6×70mm স্নাইপার রাইফেল যেগুলি একেবারেই দেশীয় অর্থাৎ ইছাপুর রাইফেল ফ্যাক্টরি নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-গুলি ভারতের নিরাপত্তার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন সাংবাদিক বৈঠকে উপস্থিত ইছাপুর রাইফেল ফ্যাক্টরির অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস ম্যানেজার ডঃ শান্তনু ঘোষ। এছাড়াও একদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইফেল ফ্যাক্টরি এজিএম ভি কে শুক্লা এবং পিআরও সেকশনের সন্তোষ মহারাজ সহ অন্যান্যরা।

Exit mobile version