এগরায় লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু শ্যালক ও ভগ্নিপতির

নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুরঃ লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মন্তিক মৃত্যু হল শ্যালক ও ভগ্নিপতির। শুক্রবার বিকেল তিনটে নাগাদ এগরা বাজকুল রাজ্য সড়কের কলেজের মোড়ে সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রাই থানায় খবর দেয়।খবর পেয়ে ছুটে আসে এগরা থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য এগরা হাসপাতালে ভর্তি করে পুলিশ।হাসপাতালে চিকিৎসা শুরু হলেও কিছুক্ষন পরেই মৃত্যু ওই দুইজনের। পুলিশ জানিয়েছে, মৃত ৩৩ বছরের নন্দন পাত্র এগরা থানার উলিপুর এলাকার বাসিন্দা এবং মিলন দাস (২৩)পটাশপুর কামারদা গ্রামের বাসিন্দা।মৃত মিলন দাসের সম্পর্কে ভগ্নিপতি হন নন্দন পাত্র। মৃত্যুর খবর জানাজানি হতেই দুই পরিবার সহ   গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল তিনটে নাগাদ এগরা বাজকুল রাজ্য সড়ক ধরে এগরা’র দিকে আসছিল একটি পণ্য বোঝাই লরি। আর উল্টো দিক থেকে বাইকে করে আসছিল শ্যালক মিলন দাস ও ভগ্নিপতি নন্দন পাত্র। এগরায় কলেজ মোড় সংলগ্ন এলাকায় আসতেই বাইকটির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হলে দুজনে ছিটকে পরে রাস্তার উপর।রক্তে ভেসে যায় রাস্তা। বাইকটি চিড়ে চ্যাপটা হয়ে যায়। খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। রক্তাক্ত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য এগরা হাসপাতালের ভর্তি করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকটি দ্রুত গতিতে আসছিল বলে নিয়ন্ত্রন হারিয়ে সোজা এসে লরিটিকে ধাক্কা মারে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই মৃত্যু হয় ওই দুজনের। বাইক ও দুর্ঘটনাগ্রস্ত লরিটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ।মৃতদেহ দুটি কাঁথি মহাকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Exit mobile version