Brownsugar Recovery: ৩ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার মালদহের কালিয়াচকে, গ্রেফতার ৬

বিপুল পরিমাণ মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। প্রায় তিন কোটি টাকার মাদক সহ গ্রেপ্তার করল ছয়জনকে। জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচকের মোজমপুরের হারুচক এলাকার বাসীন্দা আব্দুল করিমের বাড়িতে অভিযান চালায়। সেই অভিযানে পুলিশ তার বাড়ি থেকে ২ কেজি ৯১৫ গ্রাম নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার (Brownsugar Recovery) উদ্ধার করে। ‘যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা। এরপর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মোট ছয়জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম আব্দুর রহমান, শাহিদ সেখ, আব্দুল আজিজ, শাহিদ সেখ, নাজিম আহমেদ ও রাসেল সেখ। এদের প্রত্যেকের বাড়ি কালিয়াচক থানার মোজমপুরের হারুচক এলাকায়। তাদের বয়স ১৮ বছর থেকে ৪২ বছরের মধ্যে। পুলিশ তাদের প্রত্যেকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এবং এদিনই ধৃতদের দশ দিনের পুলিশি হেপাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে।

Exit mobile version