BSF: ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীদের নিয়ে সমন্বয়মূলক কর্মসূচি বিএসএফের

মালদহ: মালদার ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীদের নিয়ে সমন্বয়মূলক কর্মসূচি গ্রহণ করলো বিএসএফের ১২ নম্বর ব্যাটেলিয়ান (BSF) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর গ্রামের সিরসি বিওপি এলাকায় ঘটা করে এই অনুষ্ঠানের সূচনা করা হয় । বিএসএফের সংশ্লিষ্ট ব্যাটেলিয়ানের পক্ষ থেকে এদিন ওই গ্রামের স্কুল, কলেজ পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রীর পাশাপাশি বেশ কিছু খেলার সরঞ্জাম তুলে দেওয়া হয়। এছাড়াও স্থানীয় কয়েকটি ক্লাব সদস্যদের হাতেও ক্যারামবোর্ড, ফুটবল সহ আরো নানান খেলার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী ওই গ্রামের অনেকেই মধু চাষের সঙ্গে যুক্ত রয়েছেন। সেদিকে লক্ষ্য রেখেই এদিন ৫ জন গ্রামবাসীকে কৃত্রিমভাবে মৌমাছি পালনের মধু সংগ্রহের বাক্স বিলি করা হয়েছে।

বিএসএফের ১২ নম্বর ব্যাটেলিয়ান সূত্রে জানা গিয়েছে, সীমান্তবর্তী গ্রামের মানুষদের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখতেই মাঝেমধ্যেই এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে। এদিন সিভিক এক্সেল প্রোগ্রামের মধ্যে দিয়ে বিএসএফ ও গ্রামবাসীদের মধ্যে সমন্বয় বাড়াতেই এই ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সিভিক একশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা বিএসএফ সেক্টরের ডিআইজি তরুণ কুমার গৌতম ১২ নম্বর কোম্পানির কমান্ডেন প্রেম কুমার সহ বিএসএফের উচ্চপদস্থ কর্তারা

Exit mobile version