দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর সীমান্তে (Bangladesh) ফের চোরাচালান রুখতে গিয়ে হামলার মুখে পড়ল বিএসএফ (BSF)। বারবার নিষেধ করা সত্ত্বেও পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল একদল বাংলাদেশি (Bangladesh) । এমনকি, সীমান্তের কাঁটাতার কেটে ফেলে কাফ সিরাপ পাচার করার চেষ্টা করে তারা (Bangladesh)। বিএসএফ বাধা দিলে উল্টে তাদের ওপর হামলা চালায় পাচারকারীরা (Bangladesh)। আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয় জওয়ানরা। ঘটনায় এক বাংলাদেশি পাচারকারী গুলিবিদ্ধ হয়েছে এবং এক বিএসএফ জওয়ান গুরুতর আহত হয়েছেন।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে পাঁচজন বাংলাদেশি বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। তাদের লক্ষ্য ছিল নিষিদ্ধ কাফ সিরাপ পাচার করা। বিএসএফ তাদের আটকানোর চেষ্টা করলে তারা প্রতিরোধ গড়ে তোলে এবং এক জওয়ানের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালায় পাচারকারীরা।
হামলায় গুরুতর আহত হয়েছেন বিএসএফ জওয়ান অরফেস কুমার (২৫)। আত্মরক্ষায় গুলি চালায় বিএসএফ, যার ফলে মহম্মদ আলাউদ্দিন (৩২) নামে এক বাংলাদেশি পাচারকারী গুলিবিদ্ধ হয়। আহত বিএসএফ জওয়ান ও পাচারকারীকে দ্রুত গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর থেকেই গোটা সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে বিএসএফের ১৭৪ নম্বর ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছান এবং তদন্ত শুরু করেন।
এদিকে, পাচার-বিরোধী অভিযানে আরও এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে বিএসএফ। তপন থানার গুড়াইল গ্রাম পঞ্চায়েতের লক্ষীনারায়ণপুর এলাকায় গোরু পাচারের সময় ফিরোজ গনী নামে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে চারটি গোরু উদ্ধার করা হয়েছে। সীমান্তে পাচারচক্র সক্রিয় থাকায় বিএসএফ নজরদারি আরও বাড়িয়েছে। বিএসএফ ও পুলিশের যৌথ তদন্তে উঠে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য।