এবার বিড়ালের শরীরে ধরা পড়ল করোনা ভাইরাস

খবর এইসময়, নিউজ ডেস্কঃ এবার পয়স্য বিড়ালের শরীরে ধরা পড়ল করোনা ভাইরাস। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ব্রিটেনে। যদিও স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, এর থেকে করোনা সংক্রমণের কোনও রকম প্রমাণ মেলেনি।

লন্ডনের কাছেই একটি শহরে গবেষণার পরেই এই খবরটি নিশ্চিত করা হয়েছে। ব্রিটেনের মুখ্য পশু চিকিৎসার আধিকারিক এই খবরটি নিশ্চিত করেছেন। ওই আধিকারিক জানিয়েছেন, ওই বিড়ালের মালিক কোভিড ১৯-এ আক্রান্ত হন। সমস্ত প্রমাণ থেকে জানা গিয়েছে, বিড়ালটিও তাঁর থেকেই আক্রান্ত হয়েছে।

পরিবেশ মন্ত্রক থেকে জানা গিয়েছে, বিড়ালের শরীরে করোনার সংক্রমণ কোনোভাবেই ভয়াবহতা সৃষ্টি করবে না। জানানো হয়েছে, ব্রিটেনে প্রথম কোনও পশুর শরীরে এই মারণাত্মক ভাইরাস ধরা পড়েছে। কিন্তু এই রোগ বিড়ালের থেকে সংক্রমণের কোনও প্রমাণ অবর্তমান।

বিড়ালটিকে প্রথমে একটি বেসরকারি পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। হার্পস ভাইরাসের জন্য তার চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে বিড়ালের শরীরে ধরা পড়ে কোভিড ভাইরাস। মুখ্য পশু চিকিৎসক আধিকারিক ক্রিস্টিন মিডিলমিস ি ঘটনাকে বিরল বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি বিড়াল থেকে মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ঘটার কোনও প্রমাণ নেই বলেও সুনিশ্চিত করেছেন। ব্রিটেনে এই প্রথম পশুর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ায় চিন্তায় পড়েছে প্রশাসন।

Exit mobile version