Sunday, November 3, 2024
Homeখেলার খবরCavani Retierment: কোপা আমেরিকার আগেই অবসর ঘোষণা করলেন কাভানি

Cavani Retierment: কোপা আমেরিকার আগেই অবসর ঘোষণা করলেন কাভানি

Published on

২০১১ সালে শেষবারের মতো কোপা আমেরিকা জিতেছিল উরুগুয়ে। চ্যাম্পিয়ন সেই দলের সদস্য ছিলেন এডিনসন কাভানি (Cavani Retierment)। আরেকটি কোপা আমেরিকা যখন দোরগোড়ায়, তখন জাতীয় দলকেই বিদায় জানিয়ে দিলেন ৩৭ বছর বয়সী এই সেন্টার ফরোয়ার্ড। কাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন কাভানি।

এক বিবৃতি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘উরুগুয়ে দলের সঙ্গে সফরটা আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার।’ বিবৃতিতে আরও বলেছেন, ‘আজ আমি উরুগুয়ে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে সব সময় প্রিয় দলকে অনুসরণ করব, তখনও আমার হৃদয় কাঁপবে। এই সুন্দর জার্সিটি পরে মাঠে নামার সময় যেমন হতো।’

জাতীয় দল থেকে অবসর নিয়ে ক্লাব ফুটবলেই যে পুরোপুরি মনোনিবেশ করবেন, সেটারও ইঙ্গিত দিয়েছেন কাভানি, ‘নিঃসন্দেহে (উরুগুয়ে দলের সঙ্গে কাটানো) সেই বছরগুলো অনেক মূল্যবান ছিল। আমার বলার ও মনে রাখার মতো হাজার হাজার জিনিস থাকবে। তবে আজ (কাল) ক্যারিয়ারের নতুন পর্যায়ে নিজেকে সঁপে দিতে চাই এবং যেখানে আমাকে থাকতে হবে, সেখানেই সব উজাড় করে দিতে চাই।’

ইউরোপের পাট চুকিয়ে গত জুলাইয়ে আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সে নাম লেখান কাভানি। প্রয়াত কিংবদন্তি ডিয়েগো মারাডোনাও বোকা জুনিয়র্সে তিন মরশুম খেলেছেন। ক্লাবটির সঙ্গে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে কাভানির।

জাতীয় দল থেকে অবসর নিয়ে ক্লাব ফুটবলেই যে পুরোপুরি মনোনিবেশ করবেন, সেটারও ইঙ্গিত দিয়েছেন কাভানি, ‘নিঃসন্দেহে (উরুগুয়ে দলের সঙ্গে কাটানো) সেই বছরগুলো অনেক মূল্যবান ছিল। আমার বলার ও মনে রাখার মতো হাজার হাজার জিনিস থাকবে। তবে আজ (কাল) ক্যারিয়ারের নতুন পর্যায়ে নিজেকে সঁপে দিতে চাই এবং যেখানে আমাকে থাকতে হবে, সেখানেই সব উজাড় করে দিতে চাই।’

মাঠে কাভানির মেজাজ থাকে ‘খ্যাপাটে ষাঁড়ের মতো’। তবে ‘এল ম্যাটাডোর’ (দ্য বুলফাইটার) ডাকনাম জুটে যায় নিয়মিত গোল করতে পারার সামর্থ্যের কারণে। অবসর ঘোষণার পোস্টে ফিফা সেই নামেই তাঁকে সম্বোধন করে ধন্যবাদ জানিয়েছে।

২০০৮ সালে উরুগুয়ের হয়ে অভিষেক হয় কাভানির। জাতীয় দলের হয়ে খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৩৬ ম্যাচ (সর্বোচ্চ ১৬১ ম্যাচ দিয়েগো গডিনের)। ৫৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও কাভানির অবস্থান দুইয়ে। তাঁর ওপরে আছেন শুধু লুইস সুয়ারেজ (৬৮ গোল)। কাভানি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১৭টি।

নাপোলি, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ভ্যালেন্সিয়ার সাবেক এই ফরোয়ার্ড উরুগুয়ের হয়ে খেলেছেন ৪টি বিশ্বকাপ, ১টি ফিফা কনফেডারেশনস কাপ ও ৫টি কোপা আমেরিকা। শেষবার, ২০২২ কাতার বিশ্বকাপে উরুগুয়ের জার্সিতে দেখা গেছে কাভানিকে। তবে গত বছরের মে মাসে মার্সেলো বিয়েলসা উরুগুয়ের কোচ হয়ে আসার পর থেকে এখন পর্যন্ত একবারও তাঁকে দলে ডাকেননি। বিয়েলসা এখনো কোপা আমেরিকার দল ঘোষণা না করলে কাভানি হয়তো ঠিকই আন্দাজ করতে পেরেছিলেন, কোচের পরিকল্পনায় তিনি নেই। তাই হয়ত, নিজের অবসরের ঘোষণা করেই ফেললেন জাতীয় দল ঘোষণার আগেই।

Latest News

Death Mystery: নয়ডার কালেকশন এজেন্টের দেহ মিলল গাজিয়াবাদ রেললাইনে, তদন্তে পুলিশ

গাজিয়াবাদের রেলওয়ে ট্রাকের পাশে পাওয়া গেল নয়ডার কালেকশন এজেন্টের মৃতদেহ (Death Mystery) । মৃতের...

Bishnoi Gang: লরেন্স বিষ্ণোইয়ের ভাই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিল আমেরিকা, পদক্ষেপ শুরু মুম্বাই পুলিশের

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) ছোট ভাই আনমোল বিষ্ণোই সম্পর্কে (Bishnoi Gang) মার্কিন যুক্তরাষ্ট্র...

Google-Facebook: ভারতের বাজার থেকে মালামাল গুগল-ফেসবুক, এক বছরে কত আয় করল জানেন?

শুধু ভারতে নয়, বিদেশী সংস্থাগুলিও (Google-Facebook) ভারতে প্রচুর অর্থ উপার্জন করছে। ফেসবুকের কথা বললে,...

Jammu & Kashmir Encounter: জম্মু-কাশ্মীরের ৩ জায়গায় সেনা-জঙ্গি সংঘর্ষ, ৪ সন্ত্রাসবাদী নিকেশ, শহীদ এক জওয়ান

শনিবার জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir Encounter) তিনটি জায়গায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের...

More like this

Falakata: পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুন! রাগে কাঁপছে ফালাকাটা

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে আলিপুর দুয়ারের ফালাকাটা (Falakata)।...

Woman Harassment: পুজো করতে এসে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার পুরোহিত

কালীপুজোর সময় ফালকাটায় এক শিশুকে ধর্ষণ ও খুনের (Woman Harassment)অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের গণপিটুনিতে মৃত্যু...

Weather Update: কবে দেখা মিলবে শীতের, কী বলছে আবহাওয়া দফতর

হেমন্তের ধূসর বিকেল ইতিমধ্যে জানান দিতে শুরু করেছে, শীত এল বলে (Winter Update)। একদম...