CBI Raids:পুরমন্ত্রী ফিরহাদের বাড়িতে সিবিআই, পুর নিয়োগ মামলায় চলছে তল্লাশি

 

 

 

সৌম্য দে, কলকাতা: বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি হানার পর আজ রবিবার কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সাতসকালে সিবিআই হানা।

সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি বলে জানা গিয়েছে। আজ সকালে সিবিআইয়ের একটি দল চেতলায় ফিরহাদের বাড়িতে পৌঁছন। বাড়ির ভিতর ঢুকে তল্লাশি চালাচ্ছেন তাঁরা। বাইরে দাঁড়িয়ে বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

ফিরহাদের বাড়ির সামনে জমায়েত করেছেন তাঁর অনুগামীরা। বাড়ির বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। উঠছে কেন্দ্রীয় সরকার-বিরোধী স্লোগান।

 

ফিরহাদ বাড়িতেই রয়েছেন বলে খবর। তাঁর নিরাপত্তারক্ষীরা ভিতরে ঢুকতে চাইলে সিআরপিএফ জওয়ানেরা বাধা দেন। কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। পুর নিয়োগ মামলায় বাড়িতেই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

( বিস্তারিত খবর কিছু ক্ষণের মধ্যেই আসছে ) ।

Exit mobile version