22 C
New York
Thursday, December 5, 2024
Homeখেলার খবরChampions Trophy: রোহিতরা কি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান যাবে? ইঙ্গিত দিল বোর্ড

Champions Trophy: রোহিতরা কি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান যাবে? ইঙ্গিত দিল বোর্ড

Published on

শেষবার চ্যাম্পিয়ন ট্রফির (Champions Trophy) আসর বসেছিল ২০১৭ সালে, ইংল্যান্ডে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। আট বছর পর আবারও বসতে চলেছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। এবার আয়োজক দেশ পাকিস্তান। তাই, অবশ্যম্ভাবীভাবে প্রশ্ন উঠছে আইসিসির এই প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ নিয়ে। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে চাপানউতোর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। জানা যাচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে না যাওয়ার ইঙ্গিত দিয়েছে বিসিসিআই। আর পিসিবি বলছে, আনুষ্ঠানিক ঘোষণা এলে করণীয় ঠিক করবে তারা।

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে বছরখানেক বাকি থাকলেও ভারতের পাকিস্তান যাওয়া নিয়ে বিতর্কের শুরু রোহিত শর্মার সাম্প্রতিক এক মন্তব্যের সূত্র ধরে। গত সপ্তাহে ‘ক্লাব প্রেইরি ফায়ার’ নামের পডকাস্টে ভারতের তিন সংস্করণের অধিনায়ক বলেন, ভারত–পাকিস্তানের মধ্যে নিয়মিত সিরিজ চান তিনি। এ প্রসঙ্গে সোমবার পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে দল পাঠাতে রাজি হলে নিরপেক্ষ ভেন্যুতে সিরিজের কথা ভাববে পিসিবি।

নাকভির এই মন্তব্য নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করে এক  নিউজ সার্ভিস এজেন্সি। সংবাদমাধ্যমটির কাছে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করে বিসিসিআইয়ের একটি সূত্র। এমনকি চ্যাম্পিয়নস ট্রফি নিয়েও অনিশ্চয়তার কথা জানিয়ে দেওয়া হয়, ‘দ্বিপাক্ষিক সিরিজের কথা ভুলে যান। ভারত দল তো চ্যাম্পিয়নস ট্রফির জন্যই পাকিস্তানে না যেতে পারে। সে ক্ষেত্রে ভেন্যু বদলানো হতে পারে, হাইব্রিড মডেলেরও সম্ভাবনা আছে।’

২০২৩ এশিয়া কাপের মূল আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত সেখানে যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট হয়েছিল হাইব্রিড মডেলে। ভারত ছাড়া বাকি সব দল পাকিস্তানে গেলেও রোহিতদের ম্যাচ হয়েছে শ্রীলঙ্কায়। এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও একই পথে হাঁটতে চায় বিসিসিআই। তবে এ ক্ষেত্রে বড় পার্থক্য হল, এটি আইসিসি’র টুর্নামেন্ট।

ভারত-পাকিস্তান নিজেদের মধ্যে শেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ২০১২–১৩ মরসুমে। এখন দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি আইসিসির টুর্নামেন্টেও যদি ভারত পাকিস্তানে না যায়, সে ক্ষেত্রে পিসিবির করণীয় কী হবে আগেই ভেবে রাখা হচ্ছে। ভারতের ক্রিকেট বোর্ড হয়ত চ্যাম্পিয়নস ট্রফিতে দল না পাঠানোর কথাই ভাবছে। আসলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বোর্ডের হাতে নেই, যেহেতু আয়োজক দেশ পাকিস্তান। তবে শেষ পর্যন্ত ভারত যদি পাকিস্তানে দল না পাঠায়, তাহলে সমস্যায় পড়তে পারে বিসিসিআই।

Latest articles

Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ? ভারত ও পাকিস্তান বোর্ডের সঙ্গে বসবেন চেয়ারম্যান জয়

চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) আয়োজন নিয়ে সিদ্ধান্ত বেশ কিছুদিন ধরেই ঝহুলে রয়েছে। ভারত সরকারের...

Rashid Khan: আফগান মেয়েদের হয়ে আওয়াজ তুললেন রশিদ খান, তালিবান সরকারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

আফগানিস্তানের স্পিনার রশিদ খান (Rashid Khan) এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্পিনার। ক্রিকেট খেলা...

Delhi Metro: দিল্লি মেট্রোর কেবল চুরি, DMRC ভবিষ্যতের জন্য নিরাপদ নয়, মত যাত্রীদের

দিল্লি মেট্রোর (Delhi Metro) ব্লু লাইনের যাত্রীরা আজ অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। আজ সকালে...

French Government Collapse: ফ্রান্সে সরকার পতন, ৬০ বছরে প্রথম এমন ঘটনা, গোটা বিশ্বের নজর ম্যাক্রোঁর দিকে

ফ্রান্সের ৬০ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। মিশেল বার্নিয়ার সরকার অনাস্থা ভোটে...

More like this

Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ? ভারত ও পাকিস্তান বোর্ডের সঙ্গে বসবেন চেয়ারম্যান জয়

চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) আয়োজন নিয়ে সিদ্ধান্ত বেশ কিছুদিন ধরেই ঝহুলে রয়েছে। ভারত সরকারের...

Rashid Khan: আফগান মেয়েদের হয়ে আওয়াজ তুললেন রশিদ খান, তালিবান সরকারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

আফগানিস্তানের স্পিনার রশিদ খান (Rashid Khan) এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্পিনার। ক্রিকেট খেলা...

Delhi Metro: দিল্লি মেট্রোর কেবল চুরি, DMRC ভবিষ্যতের জন্য নিরাপদ নয়, মত যাত্রীদের

দিল্লি মেট্রোর (Delhi Metro) ব্লু লাইনের যাত্রীরা আজ অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। আজ সকালে...