নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: জঙ্গলমহলের সক্রিয় রাজনীতিতে নাম লেখালেন ছত্রধর মাহাতো! রাজনীতির ময়দানে এবার লড়াই করবেন রাজ্যের শাসকদল তৃণমূলের ছত্রছায়ায়।
বুধবার গোপীবল্লভপুর ১নম্বর ব্লকের গোপীবল্লভপুর বাজার এলাকায় হাটিবাড়ি রাস্তায় গোপীবল্লভপুর ১নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীসভা হয়। এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণ কমিটির প্রাক্তন নেতা ছত্রধর মাহাতো।
২০০৮-০৯ সাল নাগাদ জঙ্গলমহল এলাকায় বিশেষ জনপ্রিয়তা পেয়েছিলেন এই ছত্রধর মাহাতো। তাঁর সংগঠন পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণ কমিটির ক্রিয়াকলাপ উঠে এসেছিল সংবাদের শিরোনামে। তৎকালীন বাম সরকার বিরোধী আন্দোলন নজর কেড়েছিল গোটা দেশের। ২০০৯ সালের দুর্হাপুজোর অষ্টমীর দিন তাঁকে গ্রেফতার করে পুলিশ। ছদ্মবেশে ছত্রধরের ডেরায় গিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
টানা দশ বছর জেল খাটার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসের দুই তারিখে জেল থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ছত্রধর মাহাতো। সেদিন ছত্রধর মাহাতো বলেছিলেন, “এই মুহূর্তে সক্রিয় রাজনীতিতে যোগ দিচ্ছি না। অনেকদিন পর মুক্ত আকাশ দেখলেন এখন কিছুটা সময় পরিবারের লোকের সঙ্গে কাটাতে চাই।”
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষকের দায়িত্বে থাকায় বারেবার ঝাড়গ্রাম এসেছেন। সেই সময় ছত্রধর মাহাতো ও তার স্ত্রী নিয়তি মাহাতো একাধিকবার পার্থ চট্টোপাধ্যায় সঙ্গে সাক্ষাৎ এবং বৈঠক করেছেন। কিছুদিন আগে ছত্রধরের স্ত্রী নিয়তি মাহাতো পশ্চিমবঙ্গ সরকারের নারী ও সমাজ কল্যাণ দফতর-এর কমিটির স্থায়ী সদস্য হিসেবে নিযুক্ত হন।
তারপরে এদিন তৃণমূলের কর্মী সভায় যোগদান পর্বের পর ছত্রধর মাহাতোর এই বক্তব্যকে কেন্দ্র করে জঙ্গলমহলে শুরু হয়েছে তুমুল জল্পনা। তবে কি ছত্রধর মাহাতো সক্রিয় রাজনীতিতে নামছে তৃণমূল কংগ্রেসের হয়ে!
এদিন ছত্রধর মাহাতো বিজেপিকে নিয়ে বলেন, “এখানে একটি সাম্প্রদায়িক দল রয়েছে যারা কখনো পশ্চিমবঙ্গ ক্ষমতায় আসতে পারবে না।”