বাংলাদেশে বাঘের হাড়সহ চীনা নাগরিক আটক

আবু আলী, ঢাকা: বাংলাদেশের রাজধঅনী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনব কায়দায় পাচারের সময় ৪টি বাঘের হাড় উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)। এ সময় একজন চিনা নাগরিকেও আটক করেছে। বুধবার রাতে শু শাংজি নামে ওই চীনা নাগরিকের কাছ থেকে বাঘের চারটি হাড় উদ্ধার করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ৬ নম্বর গেটের কাছে একজন চীনা নাগরিকের গতিবিধি সন্দেহজনক হলে তাকে অনুসরণ করে বিমানবন্দর আর্মড পুলিশ।

পরবর্তীতে আর্মড পুলিশের অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশি করা হলে তার কাছ থেকে চারটি হাড় উদ্ধার করা হয়। টি ব্যাগের দুটি প্যাকেট জোড়া দিয়ে তার ভেতরে টি ব্যাগের সঙ্গে ফয়েল পেপারে মোড়ানো ছিল হাড়গুলো।
ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, এগুলো বাঘের হাড়। তিনি মনসুর আলী নামের এক ব্যক্তির মাধ্যমে এ হাড়গুলো সংগ্রহ করেছেন চীনে নিয়ে যাওয়ার জন্য। তার সঙ্গে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, ভারতের মুদ্রা ছিল।
এই পুলিশ সুপার জানান,ঘটনায় বিমানবন্দর থানায় বন্যপ্রাণী সংরণ আইনে মামলা করে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

Exit mobile version