22 C
New York
Monday, December 9, 2024
Homeরাজ্যের খবরBeldanga Communal Violence: বেলডাঙায় গোষ্ঠী সংঘর্ষে আগুন, একাধিক বাড়ি ভাঙচুর, প্ররোচনায় পা...

Beldanga Communal Violence: বেলডাঙায় গোষ্ঠী সংঘর্ষে আগুন, একাধিক বাড়ি ভাঙচুর, প্ররোচনায় পা না দেওয়ার আবেদন সুকান্ত মজুমদারের

Published on

মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সাম্প্রদায়িক হিংসায় (Beldanga Communal Violence )হিন্দুদের বেছে বেছে মারধর,বাড়িতে বাড়িতে ভাঙচুর,অগ্নিসংযোগ, চলে বোমাবাজি। এমনকি বাড়িতে বলপূর্বক ঢুকে নিরীহ মহিলাদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি(Beldanga Communal Violence) নিয়ন্ত্রণে নিয়ে আসে। আজও এলাকায় টহল দিচ্ছে পুলিশ। প্রশাসনের তরফ থেকে মুর্শিদাবাদ জেলাজুড়ে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। রাজ্য পুলিশ জানিয়েছে, ঘটনায় (Beldanga Communal Violence) এক পুজো কমিটির সভাপতি ও সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১৭ জনকে। শান্তি ফেরাতে প্রশাসনকে আবেদন সুকান্তর। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, প্রতিক্রিয়া তৃণমূলের।

police picket beldanga murshidabad

হিংসা-ভাঙচুরের(Beldanga Communal Violence) ঘটনায় সক্রিয় পদক্ষেপ নেওয়া হয়েছে। কার্তিক পুজোর রাতে হিন্দুদের বাড়িতে ফের হামলা হয়েছে বলে অভিযোগ তুললেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি তাঁর এক্স-হ্যান্ডেল-এ একটি ভিডিও পোস্ট করে লিখেছেন,’কার্তিক পুজোর দিন মুর্শিদাবাদের বেলডাঙায় হিন্দুদের বাড়িতে হামলা(Beldanga Communal Violence) চালায় মুসলমানরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নীরব দর্শক। পশ্চিমবঙ্গ হিন্দুদের কবরস্থানে পরিণত হয়েছে। তাদের প্রতিটি উৎসব এবং পূজা আক্রমণ করা হয়, যখন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যভাবে দেখেন। যথেষ্ট।”

অমিত মালব্যর শেয়ার করা ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কিভাবে দেখুন হিন্দু বাড়িতে আগুন জ্বালিয়েছে… কিভাবে ইঁট পড়ছে…কত ইঁট পড়েছে দেখুন। একটা গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে,বাড়ি থেকে বের করে।’ প্রসঙ্গত, এর আগে মুর্শিদাবাদে রামনবমীর শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেছিল (Beldanga Communal Violence)। মুর্শিদাবাদের বেলডাঙ্গা-২ ব্লকের শক্তিপুর রামনবমীর শোভাযাত্রার উপর আশপাশের বাড়ির ছাদ থেকে দেদার পাথরবাজি করা হয় বলে অভিযোগ । ছোড়া হয় বোমাও । এছাড়া চলতি বছরের এপ্রিল মাসে বেলডাঙ্গায় ভগবানের শিবের জলাভিষেকে যোগ দেওয়া পূণ্যার্থীদের ওপরেও হামলা হয় (Beldanga Communal Violence)। মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার কামনগর পঞ্চায়েতের কামনগর গ্রামে ওইদিন গাজনে সন্ন্যাস নেওয়া কয়েকজন গ্রামবাসী টোটোয় চড়ে গ্রামের মন্দিরে ফিরছিলে । তারা ভগবান শিবের স্তুতি গান করার অপরাধে স্থানীয় মুসলিম জনতা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ । সেই হামলায় ১৮ থেকে ২০ জন সন্ন্যাসী আহত হয়েছিলেন । পাশাপাশি একই দিনে বেলডাঙা, শক্তিপুর,সালার থানা এলাকার কুমারপুর, মির্জাপুর তালিতপুরসহ একাধিক এলাকার মন্দিরে হামলা (Beldanga Communal Violence) এবং প্রতিমা ভাঙচুরের অভিযোগ রয়েছে জিহাদিদের বিরুদ্ধে। কুমারপুরের শিবমন্দিরের ভিতরে জিহাদিরা প্রস্রাব করে বলে অভিযোগ ।

এই ঘটনায় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তাঁর এক্স-এ অগ্নিসংযোগ উত্তেজনার মুহূর্ত এবং এক আহত যুবকের ভিডিও পোস্ট করে লিখেছেন,’সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রীর নির্লজ্জ তোষণের রাজত্বে গভীর রাতেও জ্বলছে মুর্শিদাবাদের বেলডাঙা (Beldanga Communal Violence)। বাংলাদেশের কায়দায় চলছে হিন্দুনিধন যজ্ঞ! দিকে দিকে নিরীহ হিন্দুদের বেছে বেছে মারধর, বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ, বোমাবাজি চলছে। এমনকি বাড়িতে বলপূর্বক ঢুকে নিরীহ মহিলাদেরও দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি! রাজ্যের ব্যর্থ, নির্লজ্জ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি কি এসব শুনে শান্তিতে ঘুমোচ্ছেন ? নাকি সবটাই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র? আমি বেলডাঙার(Beldanga Communal Violence) স্থানীয় জনগণের কাছে আর্জি জানাচ্ছি, তাঁরা যেন এই মুহূর্তে কারোর উস্কানি এবং প্ররোচনায় পা না দেন। একইসঙ্গে পুলিশ প্রশাসনের কাছেও দ্রুত এলাকায় শান্তি ফিরিয়ে আনবার আবেদন জানাচ্ছি।’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,দুষ্কৃতীদের একটি দল নিরীহ হিন্দুদের বাড়িতে ঢুকে ভয় দেখানো, আক্রমন এবং হত্যার হুমকি দিচ্ছে। অনেক বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে (Beldanga Communal Violence)বলে স্থানীয় বেশ কিছু মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।কামনগর পঞ্চায়েতের বিজেপি প্রধান বাপন ঘোষ ‘এইদিন’কে ফোনে আক্ষেপ করে বলেছিলেন, ‘মুর্শিদাবাদের হিন্দুরা একটা স্বাধীন রাষ্ট্রে বসবাস করেও স্বাধীনতা থেকে বঞ্চিত । প্রতিনিয়ত মুসলিমদের নিশানা হতে হয় আমাদের । এমনকি হিন্দুদের মৃতদেহ নিয়ে যাওয়ার সময় খোল বাজিয়ে ‘হরিবোল’ দেওয়া নিয়ম । কিন্তু মুসলমানরা আমাদের সেই প্রথা পালন করতে দেয় না । পুলিশের সাহায্য নিয়ে আমাদের হরিবোল ধ্বনি দেওয়া বন্ধ করে দেয় ।” তিনি এই বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশও করেন ।।

Latest articles

Statement on Hindutva: ইসলামের নামে সংঘটিত সহিংসতা ইসলামফোবিয়ার কারণ হয়ে উঠেছে… হিন্দুত্ব নিয়ে তার বক্তব্যের পর আবারও কথা বললেন ইলতিজা মুফতি

পিডিপি প্রধান মেহবুবা মুফতির কন্যা ইলতিজা মুফতি, হিন্দুত্ব সম্পর্কে (Statement on Hindutva)তার আপত্তিকর বক্তব্য...

Delhi Fire: দিল্লির শাহদারায় কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার ব্রিগেডের ১০টি গাড়ি পৌঁছেছে

রবিবার সন্ধ্যায় দিল্লির শাহদারা এলাকার গান্ধী নগর মার্কেটের দুটি দোকানে আগুন (Delhi Fire) লাগে।...

MLA Asit Majumder: বার্ধক্য ভাতা না পেয়ে চুচুড়ার বিধাকের গালে হাত দিয়ে আদর এক মহিলার

লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ায় তারই উত্তর খুঁজতে মানুষের দুয়ারে যাচ্ছেন চুঁচুড়ার বিধায়ক...

CBI: বাংলায় বিদেশি নাগরিকদের ভুয়ো পরিচয়পত্র! মাল পৌরসভাকে নোটিশ সিবিআইয়ের

সারা দেশ জুড়ে বিদেশি নাগরিকদের ভুয়ো আঁধার কার্ড সহ নানা ভুয়ো নথির সাহায্যে এদেশের...

More like this

Statement on Hindutva: ইসলামের নামে সংঘটিত সহিংসতা ইসলামফোবিয়ার কারণ হয়ে উঠেছে… হিন্দুত্ব নিয়ে তার বক্তব্যের পর আবারও কথা বললেন ইলতিজা মুফতি

পিডিপি প্রধান মেহবুবা মুফতির কন্যা ইলতিজা মুফতি, হিন্দুত্ব সম্পর্কে (Statement on Hindutva)তার আপত্তিকর বক্তব্য...

Delhi Fire: দিল্লির শাহদারায় কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার ব্রিগেডের ১০টি গাড়ি পৌঁছেছে

রবিবার সন্ধ্যায় দিল্লির শাহদারা এলাকার গান্ধী নগর মার্কেটের দুটি দোকানে আগুন (Delhi Fire) লাগে।...

MLA Asit Majumder: বার্ধক্য ভাতা না পেয়ে চুচুড়ার বিধাকের গালে হাত দিয়ে আদর এক মহিলার

লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ায় তারই উত্তর খুঁজতে মানুষের দুয়ারে যাচ্ছেন চুঁচুড়ার বিধায়ক...