করোনায় আক্রান্ত কোয়েল মল্লিক এবং তাঁর পরিবার

শুক্লা রায়চৌধুরী, কলকাতাঃ  রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে। সিনেমার জগতেও করোনা থাবা বসিয়েছে। এই মারনাত্মক ভাইরাস প্রাণ কেড়েছে বেশ কিছু শিল্পীরও। এবার টলিজগতেও হানা দিয়েছে কোভিড ১৯।

সম্প্রতি টলি তারকা কোয়েল মল্লিক সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, তিনি, তাঁর বাবা, মা এবং স্বামী সকলের শরীরেরই ধরা পড়েছে করোনা। জানা গিয়েছে, সকলেরই করোনা পরীক্ষা করা হয়েছে এবং তাতেই রিপোর্ট এসেছে পজিটিভ।

আরও জানা গিয়েছে, আপাতত তিনি এবং তাঁর বাড়ির সকলেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বাড়ির মধ্যেই উপযুক্ত ব্যবস্থা নিয়ে তাঁদের চিকিৎসা চলছে। এই খবর শুক্রবার স্বয়ং অভিনেত্রী টুইট করে জানিয়েছেন।

এখনও বিস্তরে গোটা বিষয়টি জানা না গেলেও। আশা করা যাচ্ছে শারীরিক অবস্থার সেরকম অবনতি ঘটেনি। তাই বাড়ির মধ্যেই চলছে করোনা চিকিৎসা।

Exit mobile version