পরকীয়ায় জড়িয়েছেন, স্রেফ এই সন্দেহে যুবককে পিটিয়ে খুন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর(Dakshin Dinajpur) জেলার গঙ্গারামপুরে। এই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মৃতের নাম পাঁচু হালদার।পেশায় মৎস্যজীবী। দক্ষিণ দিনাজপুর(Dakshin- Dinajpur) জেলার গঙ্গারামপুর থানার মহারাজপুরের বাসিন্দা তিনি। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ওই যুবক নিয়মিত পাশ্ববর্তী পাটুন এলাকার এক আদিবাসী পাড়ায় যেতেন মদ্যপান করতে। অভিযোগ, সেখানকার এক আদিবাসী বধূর সঙ্গে তাঁর পরকীয়া রয়েছে বলে সন্দেহ হয় স্থানীয়দের। এর পরই তাঁকে গাছে বেঁধে রাতভর নির্যাতন করা হয়। মারধরের পর আহত অবস্থায় একটি বাড়ির মধ্যে ফেলে রাখা হয় যুবককে। সোমবার খবর পান পরিবারের লোকজন। তারা পুলিশকে খবর দেয়। এর পর ওই যুবককে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই মৃত্যু হয় তাঁর। এর পর গঙ্গারামপুর থানার পুলিশ দুজনকে আটক করেছে। বাকিদের খোঁজ চলছে।
মৃত যুবকের বাবা কালু হালদার সংবাদমাধ্যকে বলেছেন, “পাটুনে ছেলেকে আটকে রেখে খুব অত্যাচার করেছে গ্রামের কয়েকজন। পুলিশ উদ্ধার করে নিয়ে এসেছে। পরে ছেলের মৃত্যু হয়েছে। এই খুনের ঘটনায় আমরা অভিযোগ দায়ের করেছি। দোষীদের শাস্তি চাইছি।” গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, এক যুবককে মারধর করা হয়েছে। তার ফলে মৃত্যু হয়। অভিযোগ পেতেই মামলা রুজু করা হয়েছে। কয়েকজনের নাম জানতে পারা গিয়েছে। তাদের খোঁজ চলছে।