সমীর সাহা, নদীয়াঃ প্রাণে মেরে ফেলা, তিন লক্ষ টাকা দাবি, না দিলে বাড়িতে ঢুকে স্ত্রীকে ধর্ষণ এবং ছেলেকে অপহরণ করার হুমকি। রেজিস্ট্রি চিঠিতে এমন হুমকি পেয়ে রীতিমত ভীত সর্বভারতীয় শিল্পী সংসদের সভাপতি, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সিদ্ধার্থশঙ্কর নস্কর। তিনি গত লোকসভা ভোটে তমলুক কেন্দ্রের বিজেপির প্রার্থী ছিলেন।
……………………Advertisement……………………..
সিদ্ধার্থ বাবু বলেন, ‘এ মাসের২৪ তারিখে হঠাৎ রেজিস্ট্রি চিঠিতে পরিষ্কার প্রাণনাশের হুমকি পাই। পাশাপাশি তিন লক্ষ টাকা দাবি করা হয়েছে ওই চিঠিতে। না দিলে আমার স্ত্রীকে ধর্ষণ এবং ছেলেকে অপহরণ ইত্যাদি হুমকি সহ খুব নোংরা ভাষায় গালিগালাজ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওই দিনই আমি স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলাশাসক এমনকি পুলিশ সুপারকেও জানিয়েছি। এছাড়া দলের নেতা মুকুল রায়,কৈলাশ বিজয়বর্গীয়কেও জানিয়েছেন বলে রবিবার তিনি সাংবাদিকদের কাছে জানান।তিনি অভিযোগ করেন, এক বছর ধরেএকই পদ্ধতিতে কখনও ফোনে, কখনও হোয়াটস আপ, ম্যাসেঞ্জার তাকে ডিস্টার্ব করে যাওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন দিনের পর দিন থানায় গিয়ে, এমনকি ডিএম, এসপিকে জানাচ্ছি তবুও কোনও সুরাহা হয়নি।’