ক্যানসার আক্রান্ত কলেজ ছাত্রীকে অর্থসাহায্য শুভেন্দুবাবুর

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ক্যানসার আক্রান্ত এক কলেজ ছাত্রীর চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা অর্থসাহায্য পাঠালেন শুভেন্দুবাবু।

বেলপাহাড়ি ব্লকের এড়গোদা অঞ্চলের জয়পুর গ্রামের বাসিন্দা নবকুমার দাসের বাড়িতে গিয়ে টাকা পৌঁছে দেন মন্ত্রীর অনুগামীরা। গলায় মন্ত্রীর ছবি ঝুলিয়ে এদিন জয়পুর গ্রামে হাজির হন শুভেন্দুবাবুর অনুগামী স্নেহাশিস ভকত, শান্তনু মাহাতো, শুভেন্দু ভুই, সৌমেন আচার্যের মতো ১৫-২০ জন।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী জয়িতা দাসের ক্যানসার ধরা পড়ে মাস খানেক আগে। দরিদ্র পরিবারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। মেয়ের চিকিৎসা চালানোর মতো আর্থিক সঙ্গতি নেই নবকুমার দাসের। তিনি নিজেও অসুস্থতার কারণে দৃষ্টিহীন। ছোট মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত।

নবকুমার সম্প্রতি মন্ত্রীকে ফোন করে অসহায়তার কথা জানান। এরপরেই শুভেন্দুবাবু প্রতিনিধি মারফত এসএসকেএম হাসপাতালে জয়িতার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে দেন। অনুগামীদের পাঠিয়ে নবকুমারকে অর্থসাহায্যও করেন শুভেন্দুবাবু।

Google news