সারা ভারত কৃষক ক্ষেতমজুর সংগঠনের ট্র্যাক্টর মিছিল পশ্চিম মেদিনীপুরে

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: তিনটি কালা কৃষি আইন ও বিদ্যুৎ বিল ২০২০ বাতিলের দাবীতে দীর্ঘ মাস ধরে চলা দিল্লীতে আন্দোলনরত কৃষকদের সংহতি জানিয়ে কিষাণ মিছিলের আয়োজন করল সারা ভারত কৃষক ক্ষেতমজুর সংগঠন।

দিল্লীতে প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর প্যারেডের সমর্থনে সারা দেশের পাশাপাশি মঙ্গলবার জেলা শহর মেদিনীপুরে কিষাণ ক্ষেতমজুর সংগঠন এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে কিষাণ মিছিলের আয়োজন করা হয়। মিছিল বিপ্লবী বিমল দাশগুপ্তের মূর্তির পাদদেশে শুরু হয়ে সারা মেদিনীপুর শহর পরিক্রমা করে।

কৃষি আইনের বিরোধিতা করে ট্রাক্টর নিয়ে মিছিল করা হয়।মিছিলে সামিল হয় অল ইন্ডিয়া জনঅধিকার সুরক্ষা কমিটি। ধামসা মাদল সহযোগে প্লাকার্ড হাতে ও লাঙল নিয়ে পথ হাঁটেন কৃষকেরা।

অবিলম্বে কৃষি আইন ও বিদ্যুৎ আইন ২০২০ প্রত্যাহার করার দাবী জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

উপস্থিত ছিলেন সারা ভারত কিষাণ ক্ষেতমজুর সংগঠনের রাজ্য সম্পাদক পঞ্চানন প্রধান, জেলা সম্পাদক প্রভঞ্জন জানা, সভাপতি সূর্য প্রধান, এস ইউ সি আই কমিউনিস্ট দলের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য অমল মাইতি, তুষার জানা, বলরাম দাস, বঙ্কিম মুর্ম্মূ সহ আরো অনেকে।

Google news