Arms Recovery: নোয়াপাড়া থানার পুলিশের জালে দুই অস্ত্র বিক্রেতা

 

 

ব্যারাকপুর: গোপন সূত্রে খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ ইছাপুর মায়া পল্লী এলাকা থেকে গ্রেপ্তার করে স্থানীয় বাসিন্দা দুই অস্ত্র বিক্রেতাকে। ধৃতদের নাম সোমনাথ মান্না ও কৌশিক দাস, ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।একটি সেভেন এম এম আর একটি ওয়ান শটার। ধৃতরা বহুদিন ধরেই অস্ত্র কারবারে যুক্ত বলে জানা গিয়েছে। তবে এই দুজনের সাথে অস্ত্র কারবারে আর একজনের যোগ আছে বলে জানা গিয়েছে এবং পুলিশ ইতিমধ্যে তার খোঁজে তল্লাশি শুরু করেছে।

আজ বৃহস্পতিবার বিচারকের কাছে ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় ।

Google news