মাদকদ্রব্য পাচারের আগেই গ্রেফতার দুই ব্যক্তি

সৌভিক সরকার, ভাটপাড়া: ৫০ কেজি গাঁজা সমেত গ্রেফতার হয়েছে দুই ব্যক্তি। এদের মধ্যে একজনের নাম সোমনাথ দত্ত। যার বাড়ি মধ্যমগ্রামে। অপরজনের নাম দেবব্রত বর্মন। বাড়ি  কোচবিহারের তুফানগঞ্জে।গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ ভাটপাড়া থানা এলাকার পানপুর থেকে এদেরকে গ্রেফতার করে।

…………………….Advertisement……………………

পুলিশের সন্দেহ আন্তঃ রাজ্য মাদক পাচারের সাথে এরা যুক্ত। মূল পান্ডার খোঁজ শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।ভাটপাড়া থানার ওসি কৌশিক মিত্র জানান, পানপুর মোড়ের কাছাকাছি ফিস্ মার্কেট থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্ৰেফতার করে পুলিশ। আজ ওই দুই ব্যক্তিকে ব্যারাকপুর কোর্টে চালান করা হয়।

Google news