22 C
New York
Thursday, December 5, 2024
Homeজেলার খবরToy train booking: পুজোর মরশুমে ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত টয়ট্রেনের টিকিট...

Toy train booking: পুজোর মরশুমে ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত টয়ট্রেনের টিকিট শেষ, ওয়েটিংয়ে থাকা টিকিটও কনফার্ম হবে কি ?

Published on

কৌশিক সেনগুপ্ত, শিলিগুড়িঃ পুজোয় টয়ট্রেনে চাপতে চান? কু-ঝিকঝিক শব্দে হারিয়ে যেতে চান পাহাড়ি পথে? ভাবছেন, আর কিছুদিন অপেক্ষা করে টিকিট কাটবেন? তবে সে আশা ছেড়ে দিন। কারণ পুজোর মরশুমে ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এনজেপি-দার্জিলিং (Darjeeling) টয়ট্রেনের সমস্ত টিকিট আপাতত বিক্রি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আরও কয়েকশো মানুষ টিকিট কেটে ওয়েটিংয়ে রয়েছেন। পরিস্থিতি বিবেচনা করে রেল বাড়তি ট্রেন না চালালে ওয়েটিং টিকিট কনফার্ম হওয়ার কোনও সুযোগই নেই।

ডিএইচআর সূত্রে খবর, ১৫ অক্টোবরের পরে কিছু টিকিট এখনও মিলছে। কিন্তু যা বোঝা যাচ্ছে, তাতে সেই টিকিটও খুব শীঘ্রই ফুরিয়ে যাবে। দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)-র কিছু জয়রাইড রয়েছে। সেগুলিরও বুকিং প্রায় শেষ। তাই পুজোর সময় নতুন ট্রেন দেওয়ার কথা চিন্তাভাবনা করছে ডিএইচআর। ডিএইচআরের ডিরেক্টর একে মিশ্র বলছেন, অক্টোবর মাসের ১৫ দিনের টিকিট বুকিং হয়ে ওয়েটিং লিস্ট তৈরি হয়েছে। আশা করি দীপাবলিতেও টয়ট্রেনের চাহিদা একইরকম থাকবে। প্রয়োজন বুঝে বাড়তি ট্রেন দেওয়া যেতে পারে।

বর্তমানে প্রায় প্রতিদিনই ২০ থেকে ২৫ জন যাত্রী ট্রেনে এনজেপি থেকে দার্জিলিং যাচ্ছেন। ফেরার ট্রেনেও যাত্রীসংখ্যা প্রায় একইরকম থাকছে। এরই মাঝে সুখবর এসেছে। ডিএইচআর সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই প্রচুর বুকিং রয়েছে। রেল সূত্রে খবর, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত জয়রাইড এবং এনজেপি-দার্জিলিং ট্রেনে ৮০ শতাংশ বুকিং এখনই হয়ে গিয়েছে। আর ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এনজেপি-দার্জিলিং ট্রেনের টিকিটই নেই। সব বুকড হয়ে ওয়েটিং শুরু হয়ে গিয়েছে। এই ঘটনা এযাবৎকালে প্রথম বলে দাবি করছেন ডিএইচআর কর্তারা।

পুজোর সময় প্রতি বছরই পাহাড়ে পর্যটক আসে। তাই টয়ট্রেনের চাহিদাও থাকে। কিন্তু এবার তা অন্যবারের রেকর্ড ছাপিয়ে যেতে পারে বলে মনে করছে রেল। ডিএইচআর কর্তাদের অনুমান, অক্টোবর মাসের পরবর্তী ১৫ দিনের টিকিটও খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। তাই এই সময়কালের জন্যে যদি বাড়তি ট্রেন দিতে হয় তার জন্যে কী কী করণীয় তা নিয়ে রেলকর্তারা ইতিমধ্যে আলোচনাও সেরে ফেলেছেন।

পর্যটন ব্যবসায়ীদের কাছেও টয়ট্রেন নিয়ে খোঁজখবর করছেন পর্যটকরা। কিন্তু টিকিট বিক্রি হয়ে গিয়েছে শুনে হতাশ হচ্ছেন অনেকেই। তাই পুজোয় বাড়তি টয়ট্রেন চালানো হোক, চাইছেন পর্যটন ব্যবসায়ীরাও। শিলিগুড়ির পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল বলছেন, টয়ট্রেন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক চাহিদা রয়েছে। অনেকেই খোঁজখবর করছেন। তাঁর মতো অনেকেই দাবি তুলছেন, আরও বেশি করে টয়ট্রেন চালানোর। এখন দেখার, ডিএইচআর সত্যিই তেমন কোনও পদক্ষেপ করে কি না।

Latest articles

Syed Mushtaq Ali Trophy: ঘরোয়া ক্রিকেটে বিশ্ব রেকর্ড! টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় স্কোর গড়ল বারোদা

সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) বরোদা দল টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের...

Pushpa 2 Leaked Online: রিলিজ হতেই অনলাইনে ফাঁস আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’, মোবাইলেই দেখা যাচ্ছে ৩ ঘন্টার মুভি

আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানার বহু প্রতীক্ষিত ‘Pushpa 2: The Rule’ মুক্তি পেয়েছে আজ...

Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ? ভারত ও পাকিস্তান বোর্ডের সঙ্গে বসবেন চেয়ারম্যান জয়

চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) আয়োজন নিয়ে সিদ্ধান্ত বেশ কিছুদিন ধরেই ঝহুলে রয়েছে। ভারত সরকারের...

Rashid Khan: আফগান মেয়েদের হয়ে আওয়াজ তুললেন রশিদ খান, তালিবান সরকারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

আফগানিস্তানের স্পিনার রশিদ খান (Rashid Khan) এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্পিনার। ক্রিকেট খেলা...

More like this

Syed Mushtaq Ali Trophy: ঘরোয়া ক্রিকেটে বিশ্ব রেকর্ড! টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় স্কোর গড়ল বারোদা

সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) বরোদা দল টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের...

Pushpa 2 Leaked Online: রিলিজ হতেই অনলাইনে ফাঁস আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’, মোবাইলেই দেখা যাচ্ছে ৩ ঘন্টার মুভি

আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানার বহু প্রতীক্ষিত ‘Pushpa 2: The Rule’ মুক্তি পেয়েছে আজ...

Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ? ভারত ও পাকিস্তান বোর্ডের সঙ্গে বসবেন চেয়ারম্যান জয়

চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) আয়োজন নিয়ে সিদ্ধান্ত বেশ কিছুদিন ধরেই ঝহুলে রয়েছে। ভারত সরকারের...