কলকাতা: মঙ্গলবার ভোরের আলো ফুটতে ভূমিকম্পে কেঁপে উঠল (Earthquake in Kolkata) কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলি। এদিন সকাল ৬টা ১০ মিনিট ভূকম্পন অনুভূত হয় কলকাতায়। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে কম্পনের উৎস্থল ওড়িশা থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। তবে তীব্রতা তেমন না হলেও রাজ্যের পাশাপাশি প্রভাব পড়েছে ওড়িশা, বাংলাদেশে। এখনও পর্যন্ত ঘটনায় ক্ষয়ক্ষতির কোন খবর নেই। সাতসকালে ভূমিকম্পর খবর ছড়িয়ে পড়তে সামাজিক মধ্যেমে শুরু হয়েছে চর্চা।
EQ of M: 5.1, On: 25/02/2025 06:10:25 IST, Lat: 19.52 N, Long: 88.55 E, Depth: 91 Km, Location: Bay of Bengal.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/J6q53lzNd1— National Center for Seismology (@NCS_Earthquake) February 25, 2025
প্রসঙ্গত চলতি বছরের ৭ই জানুয়ারি ভুমিকম্প হয়। সেক্ষেত্রে ভূমিকম্পের উৎস্থল ছিল নেপাল। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৭.১। কিছুদিন পর ফের ভূমিকম্পর কম্পন অনুভব করেন দিল্লিবাসী।