বেলঘড়িযায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, আটক স্বামী

সৌভিক সরকার, ব্যারাকপুরঃ  এক গৃহ বধুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল বেলঘড়িয়া যতীন দাস নগরের নয়াপল্লীতে । মৃতার স্বামীকে  আটক করেছে বেলঘড়িয়া থানার পুলিশ।

স্থানীয়সুত্রে জানা গিয়েছে,  বেলঘড়িয়া থানার যতীন দাস নগরে সন্ধ্যে সাড়ে ৫ টা নাগাদ পাড়ার মানুষজনেরা জানতে পারেন নন্দদুলাল সাহার স্ত্রী সোমালি সাহা গলায় দড়ি্র ফাঁস দিয়ে মারা গিয়েছেন। তাঁকে সাগরদত্ত হাসপাতালে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে গেছে নন্দদুলাল। বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্থানিয় বাসিন্দারা বেলঘড়িয়া থানায় খবর দেয়। পুলিশ সাগর দত্ত হাসপাতাল থেকে মৃতার স্বামীকে আটক করে। গৃহবধুর মৃতদেহটি কে ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে পাঠিয়েছে।আগামিকাল ওই গৃহ বধু মৃতদেহ ময়না তদন্ত হবে।মৃতার বাড়ির লোক ও পাড়া-প্রতিবেশীদের অভিযোগ ওই গৃহবধূকে কে গলায় ফাঁস দিয়ে খুন করে ঝুলিয়ে দিয়েছে তার স্বামী। কারণ ওই গৃহবধূর সাথে সম্পর্ক ভালো ছিল না। বেশ কিছুদিন আগে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে স্থানীয় ক্লাবে গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এসে ছিলেন স্ত্রী।

Exit mobile version