fake call centre: ভুয়ো কল সেন্টারে হানা! আন্তর্জাতিক প্রতারণা চক্রের হদিশ! গ্রেফতার ৬

 

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর:   আন্তর্জতিক প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সল্টলেকের সেক্টর ফাইভের একটি ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ৬ জনকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বিদেশি নাগরিকদের ঠকিয়ে বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকা প্রতারণা করতো এই চক্র বলে পুলিশ সূত্রে খবর।

 

পুলিশ সূত্রে খবর, সল্টলেক সেক্টর ফাইভের গদ্রেজ জেনেসিস বিল্ডিংয়ে এস বি ইনফো ওয়েবের অফিসে অর্রাগমা ভেঞ্চারস প্রাইভেট লিমিটেড সহ তিনটি সংস্থার অফিস চালাচ্ছিল এই চক্র। সেখান থেকেই ইউনাইটেড কিংডম, আমেরিকা, ফ্রান্স, জার্মানি এবং ভারতের নাগরিকদের টার্গেট করতো এই চক্র। এরপর তাদের ফোন করে টেক সাপোর্ট, ওয়েবসাইট বিক্রি, ইন্টারনেট স্পিড বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে বিদেশি মুদ্রায় লেন দেন করে প্রতারণা করতো এই চক্র।

গতকাল সূত্র মারফত খবর পেয়ে সল্টলেক সেক্টর ফাইভের ওই অফিসে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে রবি কুমার প্রসাদ, মহম্মদ কলিব তানবীর, রেয়াস ফার্নান্ডেজ, দেবজ্যোতি দাস, ফাইজাল নাসিম ও মহম্মদ আক্রমকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

তাদের কাছ থেকে বেশকিছু হার্ড ডিস্ক, মোবাইল ফোন, ল্যান্ড ফোন, ডেটা বুক উদ্ধার করেছে পুলিশ। আজ অভিযুক্তের বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের মূল পান্ডার খোজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

Exit mobile version