Flight Crash: যুক্তরাষ্ট্রে সেনা হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ! বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা

ওয়াশিংটন ডিসির রিগান-ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে একটি বিমান বিধ্বস্ত (Flight Crash) হয়েছে। পিএসএ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান আকাশে সেনাবাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর নদীতে পড়ে যায়। বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিমানে ৬০ জন যাত্রী ছিলেন। পিএসএ এয়ারলাইনস হল আমেরিকান এয়ারলাইন্সের একটি সহায়ক সংস্থা। বিমানটিতে ৬৫ জন যাত্রী ছিলেন।

ওয়াশিংটন ডিসি বিমানবন্দরে সমস্ত টেকঅফ এবং ল্যান্ডিং বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কিন সিনেটর টেড ক্রুজ এক টুইট বার্তায় বলেছেন, দুর্ঘটনায় (Flight Crash) বহু মানুষের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, পিএসএ পরিচালিত আমেরিকান ঈগল ফ্লাইট ৫৩৪২ দুর্ঘটনাগ্রস্ত (Flight Crash) হওয়ার খবর সম্পর্কে আমরা অবগত। পরে আরও তথ্য দেওয়া হবে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। এদিকে, নদীতে পড়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ অনুসন্ধান করা হচ্ছে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

Exit mobile version