22 C
New York
Saturday, February 8, 2025
Homeবিদেশের খবরবিদেশি পড়ুয়াদের ভিসা বাতিল হল মার্কিন মুলুকে

বিদেশি পড়ুয়াদের ভিসা বাতিল হল মার্কিন মুলুকে

Published on

- Ad1-
- Ad2 -

খবর এইসময়,নিউজ ডেস্কঃ আমেরিকাতে এবার বাতিল করা হল বিদেশি পড়ুয়াদের ভিসা। করোনা ভাইরাসের কারণে এখন স্কুল কলেজ বন্ধ মার্কিন মুলুকে। ফলে অনলাইনে ক্লাসেই ভরসা। আর সেই কারণেই বিদেশি পড়ুয়াদের দেশের অভ্যন্তরে ঢুকতে দিতে নারাজ আমেরিকা।

সোমবার আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগের তরফ থেকে বলা হয়েছে যে, পড়ুয়ারা অনলাইনে ক্লাস করছেন, তাঁদের দেশ ছেড়ে চলে যেতে হবে। নয়তো এমন কোনও কোর্সে ভরতি হতে হবে যেখানে ব্যক্তিগতভাবে ক্লাসে হাজির হওয়া জরুরি।

 মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রক জানিয়েছে, অনলাইনে ক্লাস করা যায় এমন কোর্সের জন্য যারা আবেদন করেছেন, তাঁদের ভিসাই প্রত্যাহার করে নেওয়া হবে। আগামী দিনে ওই ধরনের ছাত্রদের আর ভিসাও দেওয়া হবে না।

উল্লেখ্য, আমেরিকার বেশ কয়েকটি স্কুল-কলেজে অনেকদিন আগে থেকেই অনলাইন ক্লাস শুরু করা হয়েছে। কিন্তু সেইসঙ্গে কয়েকটি বিশেষ ক্লাসে পড়ুয়াদের আসতেও বলা হয়েছে।

ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের তরফে জানানো হয়েছে, ২০১৮-১৯ এর শিক্ষাবর্ষে আমেরিকায় ১০ লক্ষ বিদেশি পড়ুয়ারা এসেছিলেন। আমেরিকায় উচ্চশিক্ষার জন্য এপর্যন্ত যত পড়ুয়ারা ভরতি হয়েছেন, তাঁদের মধ্যে ৫.৫ শতাংশই বাইরে থেকে এসেছেন। এর ফলে ২০১৮ সালে বিদেশি ছাত্রদের থেকে আমেরিকার আয় হয়েছিল ৪৪৭০ কোটি ডলার। তবে বিশ্বের অন্য দেশগুলির তুলনায় আমেরিকায় উচ্চশিক্ষা লাভের আশায় সবথেকে বেশি আসেন চিনের পড়ুয়ারাই। এছাড়াও ভারত, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব এবং কানাডা থেকেও বহু পড়ুয়ারা আসেন পড়াশোনা করতে।

আমেরিকার এই সিদ্ধান্তে সমস্যায় পড়বে বহু পড়ুয়ারা। তবে ভবিষ্যতে যাতে আমেরিকায় কম মাইনের চাকরিতে বিদেশিরা কাজ করতে না পারেন, সেদিকে সতর্ক নজর রাখতেই প্রশাসনের এই সিদ্ধান্ত বলে অনুমান অনেকের।

Latest articles

Delhi Election Results: দিল্লি জয়ের পর কী বললেন মোদী? পরাজয়ের পর সামনে এল কেজরিওয়াল, অতীশির বয়ান

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২৬ বছরেরও বেশি সময় পরে দিল্লিতে সরকার গঠনের পথে। দিল্লির...

Delhi Election Results: ‘আন্না হাজারে হয়ত যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন’, দিল্লি জয়ের পর কেজরিওয়ালের উপর মোদীর নিশানা

দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয় (Delhi Election Results) উদযাপন করছেন সারা দেশের বিজেপি কর্মীরা।...

IND vs ENG: কটকে ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট নিয়ে তুমুল কালোবাজারি! ৭ জনকে গ্রেফতার করল পুলিশ

ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ ৪-১ ব্যবধানে জেতার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় দিয়ে...

Delhi Election Results: ২০৩০ সালে দিল্লিতে সরকার গড়বে কংগ্রেস! আপ-এর পরাজয়ের পর জয়রাম রমেশের বড় দাবি

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, ২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল (Delhi Election...

More like this

Bangladesh: শেখ হাসিনাকে হস্তান্তর করবে ভারত? স্পষ্ট করল বিদেশ মন্ত্রক

বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে রাজ্যসভায় এক প্রশ্নের জবাব দিয়েছে বিদেশ...

Gaza News: গাজা থেকে ধ্বংসাবশেষ পরিষ্কার করতে ২১ বছর লাগবে! ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে মুসলিম দেশগুলি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দশকের পুরনো পশ্চিম এশিয়া সংকট (Gaza News) সমাধানের জন্য...

Ind-Pak Relation: কাশ্মীর সমস্যার সমাধান চান, ভারতের কাছে শান্তি প্রস্তাব পাক প্রধানমন্ত্রীর

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তাঁর দেশ ভারতের সঙ্গে (Ind-Pak Relation) আলোচনার মাধ্যমে কাশ্মীরসহ...