কৃষ্ণনগর: সৎ নাবালিকা মেয়েকে দীর্ঘ পাঁচ বছর ধরে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে (Girl Raped by Father)। ঘটনা জানাজানি হতেই প্রতিবেশীরা প্রতিবাদে সরব হয়। প্রতিবেশীদের অভিযোগ সোমবার রাত আনুমানিক এগারোটা নাগাদ ঐ ব্যক্তি তার মেয়েকে ফের ধর্ষণ করার চেষ্টা করলে এলাকাবাসী হাতেনাতে পাকড়াও করে এবং অসংলগ্ন অবস্থায় ধরা পড়ে বাবা।
ঘটনায় প্রতিবেশীদের তরফে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।অভিযোগের ভিত্তিতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভালুকা নতুন বাজার এলাকা থেকে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃতের বিরুদ্ধে পক্সো মামলা রুজু করে মঙ্গলবার আদালতে পেশ করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঘরের মধ্যে প্রথমে নিজের সব মেয়েকে ধর্ষণ করতে যায় বাবা।
গত পাঁচ বছর ধরে ওই সৎ মেয়ের উপর লালসার অত্যাচার চালাচ্ছিল তাঁর বাবা। সপ্তাহে একাধিক বার যখনই ওই বাবার ইচ্ছে হতো সে তার মেয়েকে ধর্ষণ করত। সোমবার রাতেও ঘরের মধ্যে ধর্ষণের চেষ্টা করলে সৎ মেয়ে বাইরে ছুটে বেরিয়ে আসে। এরপর শীতের রাতে খোলা উঠোন ে মেয়েকে নগ্ন করে ধর্ষণের জন্য যখন চেষ্টা চালাচ্ছে সেই সময় সব মেয়ের আর্তনাদে পাড়া-প্রতিবেশীরা ছুটে আসেন। হাতেনাতে বাবাকে নগ্ন অবস্থায় ধরে ফেলেন তারা। পাড়া-প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে, এর আগে ওই সৎ মেয়েটি একাধিক জনকে তার ওপর যে শারীরিক অত্যাচার হয় সেই কথা। জানিয়েছিল। পাড়া-প্রতিবেশীরা, হাতেনাতে প্রমাণ সহ ধরার অপেক্ষা করছিল। প্রায় প্রতি রাতে লালসার শিকার হয়ে ওই সৎ মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে উঠেছিল। প্রতিবেশীদের পরামর্শ অনুযায়ী সোমবার রাতে তার বাবা মেয়েটিকে নগ্ন করে ধর্ষণ করতে গেলে সে চিৎকার করে শীতের রাতে খোলা উঠানে বেরিয়ে আসে। বাবা ডিও নগ্ন অবস্থায় তার মেয়ের পেছনে ছুটে বাইরে বেরিয়ে এসে তাকে কোলে করে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় প্রতিবেশীরা সদর দরজার খুলে উঠোনে প্রবেশ করে। এরপর খবর দেওয়া হয় পুলিশে। এই নারকীয় ঘটনায় ধৃত বাবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে পাড়া-প্রতিবেশীরা। পুলিশ ওই নাবালিকার গোপন জবানবন্দী আদালতে গ্রহণ করানোর প্রক্রিয়া শুরু করেছে। নাবালিকার মেডিকেল টেস্ট করানো হয়েছে। পাড়া-প্রতিবেশীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।