নির্বাচনের আগেই গোষ্ঠী সংঘর্ষ, জখম তৃণমূলের ২

নিজস্ব প্রতিনিধি,  মালদহ : ভোট ঘোষণা হতে এখনও বাকি। তার আগেই উত্তপ্ত মালদহের হরিশ্চন্দ্রপুর। থানার প্রধান ফটকেই কোন্দলে জড়িয়ে পড়ল শাসকদলের দুই গোষ্ঠী। এই ঘটনায় আক্রান্ত হয়েছেন যুব তৃণমূলের দুই কর্মী কৌশিক সিংহ ও দীপক পাসোয়ান। তাঁদেরকে মাটিতে ফেলে লাথি, ঘুষি মারা হয় বলে অভিযোগ। পরে দলের কর্মীরা তাঁদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানিক দাসের নেতৃত্বে সাহেব দাস তাঁর দলবল নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ আক্রান্ত কৌশিক সিংহের।
যদিও অপর গোষ্ঠীর যুব তৃণমূল নেতা সাহেব দাস গোটা ঘটনা সাজানো বলে দাবি করেছেন। সাহেবের দাবি, ‘ব্লকের যুব সভাপতি জিয়াউর রহমানের দলবল নেই। কর্মী শূন‍্য চলছে সভাপতির সভাপতিত্ব। তাই আমাদের ভয় দেখিয়ে জোরপূর্বক ভাবে নিজের গোষ্ঠীতে আনার চেষ্টা করা হচ্ছে। রাতে যুব সভাপতি জিয়াউর রহমানের দলবল মদ‍্যপ অবস্থায় ছিল। তারা নিজেরাই গণ্ডগোল বাধিয়েছে।’

Exit mobile version